এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

উমাপদ কর


কবিতা : সাধারণ বিভাগ



টুকরো কবিতা

এসো ফিরে যাই
জহ্লাদের হাত থেকে কর্কশ আলো এসে পড়ছে
আমাদের শরীরে, ফিরে যাই কোনো নরম আলোয়
শীতল ছড়িয়ে পড়ছে আমাদের আবহাওয়ায় যতটা শীতল হলে
স্থানু হওয়া যায়, চলো ফিরেই যাই উচাটনে না থেকে

এই শখের খেলায় শরীর আর জোয়াল খাটতে চায় না
ভাঙা হাড়ে সোজা দাঁড়ানোও কষ্টের সামিল
কিন্তু পতিতপাবন মনটাকে নিয়ে কিছুতেই পারা যায় না
সে শুধুই চরৈবেতি চরৈবেতি, আমার শরীরকে ঠায় দাঁড় করিয়ে রেখে
ছাড়িয়ে চলে যাচ্ছে কোন অতলে, সে কি আমিই!


হারিয়ে ফেলতে ফেলতে এতদূর আসা গেল, এক বৃত্তে খরা ও প্লাবন
এক অর্ধগোলকে প্রেম ও বিতৃষ্ণা
আনন্দকে বন্ধক রেখে দুঃখকে বিচিত্র করে তোলা
এতদূর বলতে বাড়ির কাছা্কাছি কিনা তা নিয়েও সন্দেহ
যাই হোক এলাম তো, সেটাও তো কম কিছু নয়!


যদি হারিয়েই যাই, তোমার নাম ধরে ডেকে যাব
ফেরার রাস্তায় রোজ ধর্মপতন
কালকেই যদি মাতৃসদনের পথ ধরি
এক আলোশিশুর নাম ধরে ডাকব
তোমার সঙ্গে তার পারস্পরিক আত্মাবদল আমি যে অনুভব করি, স্পর্শও।

উমাপদ কর

No comments:

Post a Comment