এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সব্যসাচী সরকার


কবিতা : সাধারণ বিভাগ


প্রাণায়াম

একটি ফুলস্কেপ কাগজের চতুর্দিকে
দিকচক্রবাল মাপতে মাপতে তুমি
হারিয়ে যাচ্ছো পৃথিবীর মণ্ডলের দিকে

ক্রমশ প্রমাণের চেষ্টায় রত হয়ে আছো
কতোখানি পারো আর কতোটা পারোনা তুমি
পেরে ওঠাগুলি হাততালি বলেই ভেবে নিচ্ছো আর
অযথা চাপড়ে নিচ্ছো পিঠ নিজের নিজের

আমার এসব দেখে বড়ো হাসি পায় আজ
তবু নিজে ক্ষমাশীল থেকে দেখে যাচ্ছি ক্রমাগত
কখন তোমার হাত শেষকালে আগুনের তাপ
                                     খুঁজে পাবে !


চিড়িয়াখানা

বড়ো গেট দিয়ে ঢুকতেই খাঁচার রাজত্ব
তবে সেটা দেখতেই তুমি এখানে আসোনি
ও তো কেবল নিজেকে নিরাপত্তা দিয়ে থাকে

তাদের সঙ্গতা থেকে দূরে রাখে আমাদের
যারা তার ভিতরের আবাস পেয়েছে

তুমি আমি যাই মাঝে মাঝে অবসরে
খাঁচা ফাঁকা পেলে নিজেরাই ঢুকে পড়ি বেশ
একজন বাইরে তার - আর ভিতরে অপরজন থেকে যায়
এই রীতি মেনে নিয়ে শুধু ঘটে এক স্থানের বদল !

সব্যসাচী সরকার
গ্রা + পো - মাটিয়ারি
জেলা - নদিয়া


No comments:

Post a Comment