এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি
  
 
 
 
          
        
          
        
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
কবিতা : সাধারণ বিভাগ
।।ভাসান।।
দর্পণে রেখেছি ও মুখ
আধোলীন হরিণের বনে
চোখের পাতাডোবা বিষাদ-অসুখ
জরিপাড় কাঠামোসমেত ভেসেছে সে নিরুপায় জল
প্রদীপের ছায়া কেঁপে ওঠে
স্তব্ধতা দেখেছে একাই 
দর্পণে ডুবেছে অতল...
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment