এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বৈশাখী চ্যাটার্জী


কবিতা : সাধারণ বিভাগ



বেহিসেবী মন

অবসরে ধুলো জমা আছে
মন বেহিসেবী খুব,  
কিছুটা সময় নিয়ে গেছে ঝরা পাতা , কিছুটা সময়ের পরে আছে কিছু কথা ।

মনে জমে আছে কিছু অবুজের বালুচর
ধূলিকণা গুলো পাক খায় ঘরময় ,
ছিটে রোদ্দুর ওড়ে -জমা ধুলো গুলো ঘোরে ,

তারপর বিকেলের ঘরে জমা অবসরে
জমা হয় একেএকে
বেহিসেবী মন খুচরো ধুলোর তবু কি হিসেব রাখে ? ॥

বৈশাখী চ্যাটার্জী

No comments:

Post a Comment