এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রুমেলা দাস


কবিতা : সাধারণ বিভাগ


"ন্যুব্জ"

যদি পাথর বেয়ে অবিরত ফোঁটারা ঝরে
স্নিগ্ধ হবে কি?
না কি করিডোর বরাবর মুখ ফেরাবে ঘৃন্নতায়!
পাথরখন্ডদের আমৃত্যু বয়ে যাওয়া যে তোমার জন্যই---

সবুজ চাদর জড়িয়ে
পাড় ঘেঁষে মলিন,জমে ওঠা কাদায়
মিশে যায় আবহকালের অভিমান,
আঁচলা ভরে তুলে নিই যে তোমার জন্যই----

গুহার কুয়োপথে সার বেঁধে বাদুড়,
ঝুলে আছে অনন্তকালের প্রতীক্ষায়
শাপলা,পলাশ নেইকো কোথাও
ওগো কালো,ওগো অন্ধকার
জড়াবে কি আমায়?
একটিবার
তোমার জন্যই।।



স্পর্শ

স্পর্শ,আঙুল আধছোঁয়া
তিরতির করে নিপাট
অনভূতিরা,নিষেক ঘটে
লাল মন;
সামিয়ানার আড়ালে
জায়গা পায় ঘরগড়ার পুতুলেরা-
স্পর্শ,তুমি কি আমার!
বিন্দু বিন্দু মনখারাপ
তীরে আসে
পাশ ফেরা ভালোলাগারা
পোশাকি মেজাজে;
বলে ওঠে আরো একবার
স্পর্শ,তুমি কি আমার।।

রুমেলা দাস
পরিচিতি- রবীন্দ্রভারতী বিশ্ব-বিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম-এ ডিপ্লোমা স্নাতকোত্তর।বেশ কিছুদিন বেসরকারি নিউজ চ্যানেলে সংবাদপাঠক হিসাবে কাজ।বর্তমানে কলকাতার বাইরে,সাহিত্যের সাথে যুক্ত।
সম্প্রতি বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় বারণিক প্রকাশন থেকে নিজের করা বেশ কয়েকটি প্রচ্ছদ ও 'এক বৃত্তের প্রজাপতি' সংকলনে ছোটগল্প প্রকাশিত।

অনলাইন ম্যাগাজিন- 'কবিতা ক্লাব', 'ছয়লাপ', 'অন্তর্বর্তী শুন্যতা', 'ফেরারি','সমকাল','এখন তরঙ্গ','পরবাসিয়া পাঁচালি','কলকাতা২৪*৭','কারনেশন','শব্দের মিছিল' প্রভৃতি পত্রিকায় গল্প,কবিতা ও প্রচ্ছদ প্রকাশিত।

প্রিন্টেড পত্রিকা-'ভবিষ্যৎ' ও 'অর্বাচীন' পত্রিকায় গল্প প্রকাশিত।
অনুপ্রেরণা-রবীন্দ্রনাথ।



No comments:

Post a Comment