কবিতা : সাধারণ বিভাগ
চোখ-হীন মুখ
নতুন হাড়ি-কুঁড়ি ঘটিবাটি
আর বোতামগুলো এত্তো ঠান্ডা
যে ছোঁয়া যায়না
স্নায়ুগুলোর বারোটা বেজে গেছে
আর খুব রক্তারক্তি কান্ড
আকস্মিক ও অপ্রত্যাশিত
বাতচিত ফ্যাকাসে হয়ে গেলে
রোজ ঘুমিয়ে পড়ার আগে
হাইগুলো গুণে গুণে
রাতটা ছোট্ট হচ্ছিল
শুধু
চৌকাঠ আর দরজার কথা
ডাক্তারকে বলা হয়নি ...
বেসাতিনতুন হাড়ি-কুঁড়ি ঘটিবাটি
আর বোতামগুলো এত্তো ঠান্ডা
যে ছোঁয়া যায়না
স্নায়ুগুলোর বারোটা বেজে গেছে
আর খুব রক্তারক্তি কান্ড
আকস্মিক ও অপ্রত্যাশিত
বাতচিত ফ্যাকাসে হয়ে গেলে
রোজ ঘুমিয়ে পড়ার আগে
হাইগুলো গুণে গুণে
রাতটা ছোট্ট হচ্ছিল
শুধু
চৌকাঠ আর দরজার কথা
ডাক্তারকে বলা হয়নি ...
আর একদিন রাতে
লিপস্টিক-এর ক্যাডবেরি সুবাস
পরস্পরবিরোধী মাল-মশলা হয়ে
হ্যাঁ অথবা না
রুদ্ধশ্বাস অবস্থায়
আগুনে পুড়ে গেলো তোরঙ্গটা
সেই থেকে
কসাক উপত্যকার রাতে
একটানা বিষণ্ন সুর ...
সোনালী মন্ডল আইচ |
No comments:
Post a Comment