এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

শুভদীপ ভট্টাচার্য্য


কবিতা : সাধারণ বিভাগ



ঘড়ি অথবা সময় সংক্রান্ত

১||
ঘড়ি খারাপ হলে -
থেমে যায় কাঁটাদের প্রবল শাসন
আমাদের মাঝে ভেঙে পড়ে সময়ের ব্যস্ত দেওয়াল ।
বন্ধ ঘড়ির পাশে - আজীবনের অবকাশ নিয়ে আসো
কয়েক মিনিট পর তোমাকেও যেতে হবে না কোত্থাও
সময় খারাপ হলে-

এসো, খুলে রাখি এ'সময়।
হাত ধ'রে বসে থাকি পুরো একটা জীবন ।

২||
ঘড়ির টিকটিক শব্দ আমায় একাকী করে তোলে । নিঃসঙ্গতার ভেতর টের পাই সময়ের বিমূর্ত প্রহসন ।কেউ যেন সবসময় ভেংচি কেটে এগিয়ে যাচ্ছে, আমায় পিছনে ফেলে । এমনও একটা দিন আসে যেদিন সময় থেমে থাকে নিজেই একলা হয়ে । খুব অসহায় । ভয়ে ভয়ে চোখ বুজে কান পাতি । নাঃ , কোন শব্দ নেই ।
হঠাৎ , ভীষণ দুপুর । মা ঘড়ির ধুলো মুছতে মুছতে বলছেন, "ঘড়িটা সারিয়ে আনিস ।"
চমকে ফিরে তাকাই ঘড়ির দিকে । না, সময় তো থেমেই আছে । দুঃসাহসে চোখ বুজি এবার । নাঃ, কেউ এগিয়ে যাচ্ছে না আর । আমি শুধু পিছিয়ে পড়ছি ক্রমশ ।

৩||
ইদানিং অ্যালার্মেও ভয় খুব । নির্ধারিত সময়ের আগেই উঠে পড়াটা অভ্যাসে পরিণত হয়েছে ।
এমনও তো হতে পারে ..আমি দরজার সামনে দাঁড়িয়ে , তুমি স্নান করে জাস্ট চুলটা ঝাড়ছ । আমি বেল বাজাতে যাব আর তুমি দরজা খুলে হাসছ ।

বেল বাজলে , তোমার ভয় করে না, সোনা ?


শুভদীপ ভট্টাচার্য্য

পিতা- তরুন ভট্টাচার্য্য 
মাতা- জয়া ভট্টাচার্য্য 
বাসস্থান - পুরুলিয়া জেলার নডিহা নামক গ্রামে 
বর্তমানে গণিত বিষয়ের ছাত্র 
ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লিখে আনন্দ ও অনুপ্রেরণা পাই

No comments:

Post a Comment