কবিতা : সাধারণ বিভাগ
অতএব সূত্র
তেরোস্পর্শ মুদ্রার সমতল কোণে
-ত্রিভুজ পরমায়ু
সিদ্ধহস্ত মিলনরেখা জানে
ধাতুর অস্তিত্বে স্বপ্নের গোলকধাঁধাঁ
কৌণিক বুকে ভাসমান প্রাপ্তি,
অতএব সূত্রে মাননির্ণয়-
তুমি
আমি আমাদের
তিনকামরার বক্ষপথে
অসমতল ভাগ্যরেখা
মুদ্রাস্ফীতি--- স্বাভাবিক হলেও
অর্থশাস্ত্রে হিসাব ঋণাত্বক উত্তরে
জোয়ার ভাটার বুনন শিল্প
মাটির কাছে হারমানে
চীনামাটির আলোকসজ্জায়
আঙুল ধরে পথ হেঁটে পার হয়
দানা বাঁধা যন্ত্রণার ঋণ--
লক্ষ
হাজার
কোটি বরাবর......
মানিয়ে নেওয়া মানেই অভ্যাস,
জীবন ফেলে পালানোর অপর নাম-
সেহেতু অপরাধ স্বীকারোক্তি
ছাপা কাগজের দুর্মূল্য বাজার জ্বরে
অন্তঃক্ষরা
মাঝ আকাশে দুই নেত্রপাত-
এক হয়ে দাঁড়ায় চৌরাস্তার স্বপ্নদেশ
সমত্বরণ লেখা চাকার ব্যবহার
পায়েপায়ে ছুঁটে আসে আগুনে
গতিপথ কখনো একা নয়
ফুটপাত ও দগ্ধ নিজের মতো
সমকাল আলো
সাঁজিয়ে রাখে
নিঃশ্চুপ ব্যাস্ততা
যারা শীতকাতর তারা পৌঁছে গেছে রাতের মুখোমুখি
বোবা নিক্ষেপ গলনে ....
হৃদয়ের পারাপার অঞ্চল
একটা,
প্রেমে নামক অন্তঃক্ষরা
অর্ণব মণ্ডল |
বাবার নাম- অশোক কুমার মণ্ডল
মায়ের নাম- বন্দনা মণ্ডল
জন্মস্থান-হাসনাবাদ
জন্ম তারিখ- 03-10-1995
জেলা- উত্তর চব্বিশ পরগনা
E-mail-arnabmondal295@gmail.com
সাহিত্যর দর্পণে নিমিত্ত আধুনিকতার স্নান
কবিতা প্রেমে খুঁজে চলা সৃষ্টির অস্তিত্ব.....
মায়ের নাম- বন্দনা মণ্ডল
জন্মস্থান-হাসনাবাদ
জন্ম তারিখ- 03-10-1995
জেলা- উত্তর চব্বিশ পরগনা
E-mail-arnabmondal295@gmail.com
সাহিত্যর দর্পণে নিমিত্ত আধুনিকতার স্নান
কবিতা প্রেমে খুঁজে চলা সৃষ্টির অস্তিত্ব.....
onek ta govir chinta vbna kaj krche tr ei lekha te,, keep it up best bro��
ReplyDelete