এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অর্ণব মন্ডল


কবিতা : সাধারণ বিভাগ



অতএব সূত্র

তেরোস্পর্শ মুদ্রার সমতল কোণে
-ত্রিভুজ পরমায়ু

সিদ্ধহস্ত মিলনরেখা জানে
ধাতুর অস্তিত্বে স্বপ্নের গোলকধাঁধাঁ

কৌণিক বুকে ভাসমান প্রাপ্তি,
অতএব সূত্রে মাননির্ণয়-
                 তুমি


আমি                         আমাদের

তিনকামরার বক্ষপথে
অসমতল ভাগ্যরেখা
মুদ্রাস্ফীতি--- স্বাভাবিক হলেও


অর্থশাস্ত্রে হিসাব ঋণাত্বক উত্তরে

জোয়ার ভাটার বুনন শিল্প
মাটির কাছে হারমানে
চীনামাটির আলোকসজ্জায়

আঙুল ধরে পথ হেঁটে পার হয়
দানা বাঁধা যন্ত্রণার ঋণ--

লক্ষ
         হাজার
                       কোটি বরাবর......

মানিয়ে নেওয়া মানেই অভ্যাস,
জীবন ফেলে পালানোর অপর নাম-
          সেহেতু অপরাধ স্বীকারোক্তি
ছাপা কাগজের দুর্মূল্য বাজার জ্বরে



অন্তঃক্ষরা

মাঝ আকাশে দুই নেত্রপাত-
এক হয়ে দাঁড়ায় চৌরাস্তার স্বপ্নদেশ

সমত্বরণ লেখা চাকার ব্যবহার
পায়েপায়ে ছুঁটে আসে আগুনে

গতিপথ কখনো একা নয়
ফুটপাত ও দগ্ধ নিজের মতো

সমকাল আলো
       সাঁজিয়ে রাখে
                নিঃশ্চুপ ব্যাস্ততা


যারা শীতকাতর তারা পৌঁছে গেছে রাতের মুখোমুখি
বোবা নিক্ষেপ গলনে ....
হৃদয়ের পারাপার অঞ্চল
একটা,
          প্রেমে নামক অন্তঃক্ষরা


অর্ণব মণ্ডল
বাবার নাম- অশোক কুমার মণ্ডল
মায়ের নাম- বন্দনা মণ্ডল
জন্মস্থান-হাসনাবাদ
জন্ম তারিখ- 03-10-1995
জেলা- উত্তর চব্বিশ পরগনা
E-mail-arnabmondal295@gmail.com

সাহিত্যর দর্পণে নিমিত্ত আধুনিকতার স্নান
কবিতা প্রেমে খুঁজে চলা সৃষ্টির অস্তিত্ব.....

1 comment:

  1. onek ta govir chinta vbna kaj krche tr ei lekha te,, keep it up best bro��

    ReplyDelete