এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়


কবিতা : সাধারণ বিভাগ



রংবাহার

ধুলোর মালিক পাল্টে যাওয়ার সাথে সাথে
রংয়ের জৌলুসে বেশ খানিকটা ধাঁ ধাঁ লেগে থাকে
আর লাউড স্পিকারের হাওয়ায় দাম্ভিকতা ছড়িয়ে ছিটিয়ে একসা ।
তারই ফাঁকে  ঝাঁক ঝাঁক আত্মকেন্দ্রিকতা  কখন ও বাঁশের মাথায় , কখন  বাসের কানে , হয়তো বা রাস্তার দুপাশে  ঘাড় গুঁজে  জায়গা করে নিতে ব্যস্ত ।

ভোরের  স্নীগ্ধতা যুক্তির ধার না ধারলেও প্রযুক্তির কাছে  যেমন নতজানু
তেমনি হাঁটু বিট্রে  করলেও স্নিকার্স  ঝড় তুলছে  সেলফি আন্দোলনের ।

তোমার আমার হেলদোল না থাকলেও
চৈত্রের  শেষাশেষি রংবাহার পিচের চাদর মুড়ে ফেলছে
আর তখনই আমুদে উৎসবে চোখদুটো বুজে আসছে ।

অথচ  কে কার কাছে কতখানি চক্ষুশূল  হয়ে উঠছে  সেই তোয়াক্কা না করে
উঁচু নাকের উপর বসে আছে একটা রেব্যান
যা অনায়াসে তোমার ভিতরটা রঙ্গিন করে তুলছে ....

মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

No comments:

Post a Comment