এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নীলিমা দেব


কবিতা : সাধারণ বিভাগ



এক টুকরো ঘর

১।
পথেই খুলে পরে আছে ছায়ার বিস্ময়

         উবু বন

         সূর্যটা চুপসে যেতেই বন্য হয়ে উঠছে ঘর ঘেঁষা নদী

         আমি তাকে সাঁতার দিলাম...


২।
 ঘরটা রোজ অর্ধেক হয়ে যায়

 জানালা ডবল

যত বার তুমি শীত দিয়ে মুড়ে দিতে চাও আগুনের শেপ

 ততবার উষ্ণ হয় আমার অন্ধকার   

 এই বুঝি আলো মা হতে চলেছে ...


৩।
তোমার চাইতেও সাফ তোমার প্রসারিত আগুনের ছাপ

আলোফল তুলে আনে চৌরাশি হাজার তারার শোক

তুমি তাতেই বুনে যাও নিওনের থিম

খোলা রাত
               ঘরেই লুকিয়ে ফেলে একমুঠো চাঁদ  
               শুধু জলচিহ্ন  রেখে যায় হিম ... 

নীলিমা  দেব
চেন্নাই

No comments:

Post a Comment