এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অমল বসু


কবিতা : সাধারণ বিভাগ



শব্দপ্রতিমা

আর কোনো শব্দ পড়ে নেই
যা দিয়ে রচিত হতে পারে একটি সেতু
অসমাপ্ত ইচ্ছেরা ছুঁয়ে ফেলতে পারে
দু-পাড়ের নিষেধ- ভাসমান শূন্যতা

নীরবতার ডুব সাঁতারে ভেসে ওঠা নেই  
তলিয়ে যাওয়ার এই সময় সরণিতে
খুঁজে পাই না কোনো নিরাময় কেন্দ্র
         অথবা বস্তাবন্দি তাজা হাত বোমা
অভিঘাতে ধ্বসে যাবে অভিজাত ব্যালকনি
মাছরাঙা মেরুন রঙা ঠোঁটে
সুতো জড়িয়ে উড়ে গেছে জন্মের মতো

বুকপকেটে এক চিলতে রোদ বাঁচিয়ে রাখি
যা দিয়ে চকমকি পাথর বানাতে চাই
দু-হাতে ঠুকে ঠুকে আগুনের ফুলকি  
নরম সোলার বুকে প্রাণ সঞ্চার
মশাল হাতে নতজানু শব্দপ্রতিমার কাছে  

০৫-০১-২০১৮   




ইগলুর কথা মনে পড়ে 

কুয়াশায় হারিয়ে গেছে পৃথিবীর ঠিকানা
দিন ও রাত শব্দ দুটির মাঝে যে দূরত্ব
ভরাট হয়ে গেছে  হিম নিঃশ্বাসে
সবুজ উপত্যকার মাটি ছুঁয়ে আছে হিমাংক

ক্রমশ ভারী হচ্ছে রক্ত মাংসের শরীর
উত্তরের জানালায় পরিযায়ী বাতাস     
চুমু দেয় নরম নিভিয়া গালে
অবুঝ আবেগ চোখের দরজায়  
চিবুকে স্থির ঝুলে থাকে লবণ বরফ কুচি

এক আঁটি খরের দহনে কতটুকু উত্তাপ
সে খবর জানে সমতলের মানুষ  
গাড়োয়ালি কম্বলের তলে রাত ঘন হয়

তখন ইগলুর কথা মনে পড়ে  
এক দরজাওয়ালা এস্কিমোদের ঘর
বরফের লেপ-কাঁথা সোয়েটার ওভারকোট

হামাগুড়ি দিয়ে বরফ শরীরে ঢুকে যাই

০৭-০১-২০১৮


অমল বসু
৯৪৩৪৪২৪৯০৫/ ৭৬০২৮১৭৭১৭
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
অবিনাশ বসু সরণি, বেলতলা পার্ক, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর-৭৩৩১০৩


No comments:

Post a Comment