কবিতা : সাধারণ বিভাগ
কবিতাপাঠ
ভবঘুরের পথে
পথের বাঁকেই অন্য পথ
যাত্রা ঐ সূদূরে
মনটা যে ছন্নছাড়া
যেন ভবঘুরে।
হাতছানি তো অচিন পুরের
তবু ছোটে মন
বিকর্ষণ না আকর্ষণ
জানে না জীবন।
পায়ের তলায় সর্ষে বুঝি
কে যেন পিছে কয়
বলুক না একটু আধটু
যার যা মনে হয়।
জীবনটা তো যাযাবরের
খুঁজে ফেরা ঠিকানা
পথের শেষে পুঁজি মাঝে
পড়ে দেখো দু-আনা ।
ইচ্ছে ছিল
ইচ্ছে ছিল জোছনা রাতে
একলা ভিজবো আমি
মনের মাঝেই মনকে নিয়ে
করবো মাতলামি।
শিশির কণা পড়বে যখন
পুষ্প আস্তরণে
জোছনা রাতে মাতাল হবো
গন্ধ সমীরণে।
হাওয়ার নেশায় বুঁদ রবো
একলা আনমনে
জোছনা আলোয় হারিয়ে যাবো
খুঁজবে প্রতিক্ষণে।
******
কবিতাপাঠ
স্বরচিত কবিতাপাঠ
মৌসুমী ভৌমিক
ওরা তো নষ্ট মেয়ে
থাকে নষ্টপাড়ায়।
বেছে বেছে নামটাও দেওয়া হয়েছে বেশ -
নষ্টপাড়া।
শিউলি শেফালির এখনকার ঠিকানা।
স্বপ্নগুলো তো কবেই মরে গেছে।
নতুন যে স্বপ্নের জন্ম হয় তা দিয়ে পেট ভরে না।
এখন নষ্টপাড়ায় পেশা । পেশা !!
পেশা বলতেও ঘৃণা ।
অন্তরে বাহিরে একটা ধিক্কার।
অথচ ত্যাজ্য ঘৃণিত ঐ নষ্ট দ্বীপে
যাবার কি অমোঘ নেশা।
ঐ পল্টুবাবু বিনুবাবুর এই নেশাটাই
রাতের পেশা।
অথচ সেখানে ঘৃণা নেই।
ঐ শিউলি শেফালি যেখানে প্রতিরাত্রে
নতুন পুরাতন শরীর ঘেঁটে ঘেঁটে মুখে
হাসি এনে কতগুলো ঘৃণাকে শরীরে শরীরে
ভরে দেয় ----পেশার তাগিদে--
পল্টুবাবু বিনুবাবু নিজের পয়সা দিয়ে নিজের
শরীর বেচে আসে নেশার (পেশার) তাগিদে।
থাকে নষ্টপাড়ায়।
বেছে বেছে নামটাও দেওয়া হয়েছে বেশ -
নষ্টপাড়া।
শিউলি শেফালির এখনকার ঠিকানা।
স্বপ্নগুলো তো কবেই মরে গেছে।
নতুন যে স্বপ্নের জন্ম হয় তা দিয়ে পেট ভরে না।
এখন নষ্টপাড়ায় পেশা । পেশা !!
পেশা বলতেও ঘৃণা ।
অন্তরে বাহিরে একটা ধিক্কার।
অথচ ত্যাজ্য ঘৃণিত ঐ নষ্ট দ্বীপে
যাবার কি অমোঘ নেশা।
ঐ পল্টুবাবু বিনুবাবুর এই নেশাটাই
রাতের পেশা।
অথচ সেখানে ঘৃণা নেই।
ঐ শিউলি শেফালি যেখানে প্রতিরাত্রে
নতুন পুরাতন শরীর ঘেঁটে ঘেঁটে মুখে
হাসি এনে কতগুলো ঘৃণাকে শরীরে শরীরে
ভরে দেয় ----পেশার তাগিদে--
পল্টুবাবু বিনুবাবু নিজের পয়সা দিয়ে নিজের
শরীর বেচে আসে নেশার (পেশার) তাগিদে।
******
কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী'
******
মৌসুমী ভৌমিক |
বাসস্থান - হেমতাবাদ, উত্তর দিনাজপুর।
কর্মসূত্রে গ্যাংটকে থাকা।
অবসর সময়ে কবিতা লেখার প্রচেষ্টায় নিয়োজিত।
No comments:
Post a Comment