এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবারতি চক্রবর্তী



কবিতা : সাধারণ বিভাগ


Wanting

কাল রাতের পর সব কালো
হাতের স্পর্শতে তোকে অনুভবের অনেক বারন
ঘর একলাই থাকে
দরজার Door Bellটা আওয়াজ ছাড়াই নড়ে

বিষন্নতায় থমকে সব

ঘরটা অনাথ হয়ে পরেছে
আমারই মতন


ডাকনাম

মায়া পরেছে কেমন একটা
মন পার করে দাগ কাটা
আলতো করে ছোঁয় আমাকে প্রতিনিয়ত
একঘেয়ের বিরক্তি শেষ নিশ্বাস ত্যাগ করে


অতীত ইচ্ছে করে ভুলে গেছি
পরের সময় কে দিই থামিয়ে
                বা খাঁচায় পুরি


ঘুরে তাকানো স্বভাব যায়নি
           এখনও তা আছে


তোর দেওয়া ডাকনাম গুলো
                 ভীষণ ছোঁয়াচে

চিত্রাঙ্কন/ ফটোগ্রাফি



*****
দেবারতি চক্রবর্তী
B.A 2ND YEAR
PD WOMEN'S COLLEGE.
জলপাইগুড়ি,কদমতলা,নতুন পাড়া 735101

No comments:

Post a Comment