এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবযানী বসু


কবিতা : কবিতার ল‍্যাব


নিয়মানুযায়ী

ক.                                                                            জ‍্যাম থকথকে নতুন বছরের শুভেচ্ছা। ঘাটের অচেনা লষতায় পেটের খিদে মাখাই। কর্ণবাসী মৌমাছির সংসার। দেখভাল। আমার y গুণসূত্র ফারাক রাখে কোলকাতার অন‍্যদের চেয়ে। কোলে কোলে দোলে কোলকাতা।

খ.
নোনাচোখের উপর দোলে হ‍্যামক। জালি বারান্দায় ট‍্যানড রোদ্দুর। দুধ থেকে ভাষা আলাদা করে খেয়েছে বেড়াল। কবিতাকবিতা খেলি। আদরে গায়ের লোম মসফার্ন। পাহারায় জানলার রড সিঁড়ির রেলিং। কালীক্ষেত্রওয়ালী।

গ.
কবিতাওয়ালীর ওমজন্ম। দানাদানা শব্দের লাফে আন্ডারস্কোর নিকটতর। জোঁকলিঙ্গরা রাস্তা হাঁটে দ্রুত। আমার হারানো পা নাভি খোঁজে। নাড়িভুঁড়ি দোষী। আমাদের নালা মৃতসঞ্জীবনী। ছেনিকলম। অন্তঃকোণ।

দেবযানী বসু
ড‍্যাফোডিল গ্রিনস।
১৭, চন্ডী ঘোষ রোড
কোলকাতা---৪০, ৮৯৮১২৭৬৮৬৪

শূন্য দশকের কবি।
কৃত্তিবাস প্রতিভাস কবিতাক‍্যাম্পাস ধ্রুবতারা থেকে কবিতার বই প্রকাশিত হয়েছে।

No comments:

Post a Comment