এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সমীরণ ঘোষ


কবিতা : সাধারণ বিভাগ



গ্রামোফোন

দ্বিতীয় দরজা থেকে প্রথম দরজার বেজে ওঠা
যেন শুশ্রূষার স্ট্রিপ থেকে আলতো বেরুনো অভিমুখ
কাহিনি প্রাচীন রং শ্যাওলার কিতাবে উড়ছে
জানলার ঘুণ থেকে আকাশ অব্দি ক্ষীণ পরিসর
কিছুটা শেষের ছায়া,কিছুটা অপরাধ-ম্লান ঘুমের চাতাল
অতীত কুয়াশা-বাড়ি,সিঁড়ি ভাঙে লুপ্ত ইশারা



পিন

হেরে যাওয়া আলো দ্রুত ঘুরে যাচ্ছে যথেষ্ট পুরোনো কোনো থামে। যতটা আলতো আর কাহিনির ক্ষীণ বনরেখা
বিরতির বারান্দা নেমেছে। আর রক্তবমি মুছে তিজেলে অবাধ্য ঢেউ

পাথরের শীর্ষে ছোট্ট কোনো মশাল জ্বলছে।কখনও
ফিরতে পারে আস্ত এক ক্ষুধার গহ্বর। পাথরের ঘুমে
ওড়ে যতদূর পাথুরে আকাশ
নতুন থামের নীচে উন্মুখ রাত্রি আজ মাংসের পুরোনো বাজার


******

চিত্রাঙ্কন






*****


সমীরণ ঘোষ
জন্ম :১৯৫৫
বসবাস:বহরমপুর মুর্শিদাবাদ
সিভিল এঞ্জিনিয়ারিং-এ ডিল্পোমা
সহকারী বাস্তুকার হিসেবে চাকরি
প্রকাশিত বই :
হে বদ্ধ কাপালিক
কাঞ্চনবেড় থেকে কলকাতা
তলোয়ার পোহাচ্ছে রোদ একা একা
মিঞা কী মল্রার
নুহের জাহাজ
পর্যটকের ডানা
সাঁই আমাকে ওড়াও
সব নি:শেষে নামছে
চাঁদলাগা চৌষট্টি আশমান
অন্তর্বর্তীরেখা


No comments:

Post a Comment