এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নিবেদিতা মজুমদার


হাইকু


১.
মোহনবাঁশী
রাইকিশোরী মানে
  কানুই জানে।


২.
আঁধার গলি
   একলা মেয়ে ঘামে!
শহরতলি।


৩.
মিছিলে রক্ত
ছুরি,রাইফেলেরা
চাটুকা ভক্ত!


৪.
ডাস্টবিন,ভৌ-
  খাবারে দাও থাবা,
       মা নেই, বাবা।


৫.
হাল হদিস
আকাশে ছুঁড়ে দিস
বৈ অহর্নিশ!


৬.
ডানা কেটে সে
  ঘরের দেওয়ালে
হাঁপিয়ে গেছে।


৭.
প্রেম জানেনা
  শরীর গুড়ো ওড়ে-
আতর ভোরে।


৮.
বারুদগন্ধে
       বিকলাঙ্গ কাঁদছে
আবেগবন্ধে।


৯.
দুর্গা বোধন-
ছেঁড়া রাতপোশাকে
এলিয়ে দুর্গা।


১০.
আকণ্ঠ স্মৃতি
      অদেয় কাব্যগীতি,
অতৃপ্ত  রীতি!

নিবেদিতা মজুমদার

No comments:

Post a Comment