কবিতা : সাধারণ বিভাগ
---------ডট...ডট...ডট
আমার ব্যাঙ্কে কোন পাশবুক নেই
স্নাতকোত্তর উতরালে একটা অ্যাকাউন্ট খুলি।
পনেরো বছরের কিছু সঞ্চিত স্বপ্ন
দিন দিন জমা দিতে থাকি।
কিছু সামর্থ্যানুযায়ী ছেড়াকাটা সস্তা কম্বাইন্ড বই
আর সামান্য স্বপ্ন শূন্য সোকেশে গচ্ছিত রাখি।
হয়তো এটাই আমার ভারসাম্যের সূত্র।
স্বপ্নটা সঞ্চিত হতে হতে আজ সীমাহীন।
অঙ্কের হিসাবটা চিরকালই রেখে চলি গরমিল।
একদিন একটা এটিএম কার্ড হাতে এল
ব্যালেন্স চেক করলে দেখি দুই বছরেও
দুইেয় পর তিনটি অসম্পূর্ণ শূন্য।
যতবার ব্যালেন্স চেক করেছি
দেখি দিন কে দিন ব্যালেন্স কমে আসে।
শেষ বার যখন ব্যালেন্স চেক করি
দেখি প্রিন্ট কাগজে শুধু শূন্য আর শূন্য।
তারপর আমার সীমাহীন স্বপ্ন
নিরুপায় নিঃস্ব হয়ে ফেরে...ডট...ডট...ডট...।
-------আরও রক্তিম চিত্র
এসো একবার আঁচের আগুনে
না হয় অ্যাসিডে,
আস্তে করে হাবিয়ার হাতগুলো ধুয়ে আসি।
এই সভ্য ছায়াতলে কখন যেন ---
কালিমা মেখে খুলে চলে এইসব কালের কীলক।
আরো কাছে এসে দাঁড়ায়,
ছোঁয়াচে ছাউনির ছায়া।
কেউ কেউ অঙ্কুরিত বীজ খোঁজে।
কেউ আড়াল করে নিতে চায় মুখের মুখোশ।
তারপর জরায়ুজে জন্ম নেয়
একটি সংক্রমিত সমাজ।
এখানে নষ্ট হয়ে আসে শিশুর প্রাক-সক্তিয়তার স্তর।
আড়ালে চকের শুভ্র চূর্ণ লাল হয়ে আসে---
চোখের জলে আঁচলে আরও রক্তিম চিত্র।
শেখানোর ছলে শরীর হতে মুছে দিচ্ছে আরও স্বরবর্ণ।
দীপ মন্ডল কামালপুর চাকদহ নদীয়া |
No comments:
Post a Comment