এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

নাফছি জাহান


কবিতা : সাধারণ বিভাগ



"বিষণ্নতা"

সম্প্রতি লক্ষাধিক বিষণ্নতা- অনিবার্য কারণ দর্শিয়ে
আঁকড়ে ধরেছে জীবনের প্রতিটি বাঁককে,
সুনিশ্চিত স্বপ্নহীন ভাবনাকে,মনঃস্থির করতে বাধ্য করছে-
স্বপ্নবোনার উপকরণ সমগ্র আজ বদলে গেছে।
প্রাণহীন স্বপ্নরা সুখ চাষের ব্যর্থ প্রয়াস চালিয়েছে
নিদ্রাহীন চক্ষুজোড়ার সঙ্গী হয়ে সকলের অন্তরালে,
সমস্ত বিষণ্নতা প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েও
সুউচ্চস্বরে উচ্চারণ করে যাচ্ছে- বিষণ্নতা নতজানু করবেনা
স্বপ্নহীন ভাবনার ক্রন্দন ধ্বনি শ্রবণ করা সত্ত্বেও।
বিষণ্নতা স্পষ্ট জানিয়েছে- পরিত্যক্ত ভবনের ন্যায়
স্বপ্নকেও গড়ে তুলবে বড্ড অকেজো রূপে,
স্বপ্নের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিয়ে
তাদের অশ্রুধারার বাঁধা অতিক্রম করে বিলীন করবে নিরুদ্দেশে।


"রাত জাগা পাখি"

কল্পলোকে ডাকি,কষ্টে ডুবে থাকি। ছিল মনে আশা,ফিরবে ভালোবাসা। চলে গেছ দূরে,গাইছি বিষাদ সুরে। দিবারাতি খুঁজি,কষ্ট আমার পুঁজি। ব্যথা মনে জাগে,ভালো ছিলাম আগে। আসতে যদি ফিরে,সুখ থাকতো ঘিরে। ভালোবাসি বলো,বাঁচবো সাথে চলো। জলে ভেজা আঁখি,রাত জাগা পাখি।


"হতাশার মহোৎসব"

প্রাত্যহিক স্পর্শকাতর ব্যথার সমারোহে মনে প্রত্যার্বতন ঘটে -
জাজ্বল্যমান একগুচ্ছ হতাশার অনুভূতি,
মন আজ চিন্তায় নিমগ্ন হয়ে - সম্মুখ হতে পশ্চাৎপদ হচ্ছে
প্রাক্তন প্রাণচঞ্চল মন মানসিক দৃঢ়তা হারিয়ে
নিস্ত্বেজ হয়ে পড়ে আছে নিরাশ্রয় রূপে।
প্রাণহীন মনে প্রাণসঞ্চার করার চেষ্টায়
বছরের পর বছর ব্যর্থ সময় পাড় হয়েছে,
তাইতো, নিষ্প্রাণ মন মেতে আছে হতাশার মহোৎসবে।


"স্বপ্নের মৃত্যু"

ক্রমশ স্বপ্নের মৃত্যু দেখে
জীবন মায়া স্বল্প হয়ে আসে,
জগৎব্যাপী বৈচিত্র্যময় রূপ-লাবণ্য
চক্ষু সম্মুখে মলিন রূপে ভেসে ওঠে।
জীবনের প্রাপ্য সুখ ভাণ্ডার-
নির্দয়তার সহিত অশ্রুস্রোতের
গভীর বর্ষণ করতে থাকে হৃদয় গহীনে,
জীবন তরী,প্রবল ঝড়ের সহিত যুদ্ধ করে
অবশেষে সাগর জলে,
ডুব দিতে সম্মুখে এগিয়ে আসে।
সর্বোপরি পরিত্যক্ত স্বপ্ন খণ্ড
ক্ষণিকের তরে দিগন্তে উদিত হয়,
নির্ঘুমে ব্যক্ত একগুচ্ছ কথামালা
অনুচ্চস্বরে স্বপ্নের তরে মিনতি করে চলে।
নির্দয় স্বপ্ন সকল,ঠুনকো মায়ার টানে-
মৃত্যুর পথে চলমান থেকে
মরণ নেশায়,গভীর নিদ্রায় নিমগ্ন থাকে।


নাফছি জাহান

কাউতলী,ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট

No comments:

Post a Comment