এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পিয়াল রায়


কবিতা : সাধারণ বিভাগ



আগুন - বাতাস - জল

নতুন কোনো কথা নেই আর
সবই সেই পুরাতন ভাঙা কথার স্তুপ
অন্ধকার খোলাপথে ভাঙাচোরা বিপুল বিদ্রূপ
যে দেবতাকে গড়ে তোলে মানুষের ভানুমতী খেল
দেবতা তাকেই চিবিয়ে খান যেন রসস্থ আপেল
ফলিয়াছে এক উদ্বৃত্ত গাছে
উদগার তোলেন, ঢেউ হয়ে ভেসে যায় সব
ভ্রাম্যমাণ কথা;কানে-কানে উড়ন্ত বিপ্লব
তারে বসে দোল খায় এক জন্ম-ফাটল
উদ্দাম উঁচুনিচু পাথরের ঢল
আঙুরের দিকে উঠে যাওয়ার অগ্নিমান্দ্য স্রোতে
সব সিঁড়িই নিজের চেয়ে লম্বা হয়ে ওঠে

পিয়াল রায়
বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর।
লিখতে আসার তেমন কোনো মোটিভেশন ছিল না বা আজও নেই।
প্রথম প্রকাশিত লেখা ২০১২ সালে 'অনৃনী' পত্রিকায়।
প্রথম বই প্রকাশ ২০১৭, 'জলের সন্তান'।
লেখা ছাড়াও গান শোনা, বই পড়া নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ে।
কবিতাই প্রথম প্রেম যা শেষ প্রেমও বটে।

1 comment:

  1. পিয়াল কলি,তুমি লেখালিখির সাথে সাথে সিনেমায় নামো। তোমার আছে কিছু,হবে। এত গুছিয়ে মিছে কথা বলতে পারো যখন অভিনয় থেকে তুমি রোজগার করতে পারবে, নিদেন তোমার শিল্পানুরাগের কিছু কতা লোকে জানতে তো পারবে।

    ReplyDelete