এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মধুমিতা ঘোষ


কবিতা : সাধারণ বিভাগ



ছন্নছাড়া

পৌষালী রাতের শীতল পৃথিবীতে -
আকাশে হাজার নক্ষত্রের মাঝে,
যদি সন্ধ্যার মেঘ ভিড় করে কার্নিশে,
আমার শূন্যতা অন্ধকার নামায়-
বরফ ঝড়া শুষ্ক মরা গাছের পাতাতে ৷
নষ্টনীড় ছেড়ে নীলকন্ঠ উড়ছে আজকে
নীলান্ত শূন্যের ভিতরে ৷
অগনিত মৃত্যুর হিমশীতলতায় নিজেকে
বিকীয়ে দিই নরকের গভীরে ৷
ম্রিয়মান সন্ধ্যায় ব্রহ্মজ্ঞানীর মতন
ঢাকতে পারি জাগতিক স্তব্ধতা ৷
অসমীকরনের রেখাচিত্রে প্রেমেই মরণ
পারাপার করে অবসাদের বাস্তবতা ৷
চোখের সামনে ভীড় করেছে
হাজারো অসঙ্গতি ৷
নিষ্কাম রাত্রি কেড়েছে দ্বীধাদীর্ন
সমাপ্তিহীন অসমাপ্তি ৷
আমার নক্সাকাটা বাক্সে আছে
কাঙালপনা মন ৷
আবেশের নজরানায় আছে শুধু
নিষেধের সমর্পন৷
কুয়াশীয়া ভোরে রঙীন স্বপ্নেরা ডুব
দিয়েছে রোদ্দুরে ৷
কান্নাগুলো বাষ্প হবে
অচেনা পথিকের হাত ধরে ৷     


দৃষ্টিশক্তি 

শত্রুর চোখে চোখ  রাখতে  চাই ৷
চোখের তারায় নিছক না বলা আগুন  জ্বালিয়ে --
সংকেতের  বিন্যাস  ছড়াতে চাই ৷
ধুলোমাখা আত্ম অভিঘাতের আড়ালে  থেকেই  ;
চিহ্নিত করতে চাই রহস্যময়  লুকোচুরি ৷
কড়া নিষেধ জেনেও  , কঠোর বিবর্ন  সংযোগে --
শত্রুকে কটাক্ষ  করে ---
তার অন্তঃকরণের অহমিকা  ভাঙতে চাই ৷
কিসের এত নিষ্ঠুরতা ? কিসের এত রূঢ়তা ?
জানতে চাই আজ দাহ্যস্নান দৃষ্টিতে ৷
শত্রুতা  করে পেয়েছো শুধুই অসহিষ্ণু  স্যাঁতসেঁতে  অনুভূতি ;
হয়তো , হয়তো বা পেয়েছো নিঃসঙ্গ  মরুভূমির শুষ্কমাটি  ৷
একটিবার মোহগ্রস্ত অন্ধকার ভেদ করে ---
সোজাসুজি  তাকিয়ে দেখো আমার নার্গিসে ;
তোমার  শিরা - উপশিরা থেকে
মুছে যাবে অর্থহীন  শত্রুতা ৷
চোখের পাতায় নেমে আসবে একগুচ্ছ  বোগেনভিলিয়া ৷
শুধু  একটিবার দৃষ্টি  দাও আমার আঁখিকমলে -
সব রক্তের দাগ ভুলে , দেখতে  পাবে
কোপাই নদীগর্ভে গান্ধর্ব  জোৎস্না ৷৷


মধুমিতা ঘোষ

No comments:

Post a Comment