কবিতা : সাধারণ বিভাগ
রাতের পুলিশ
বন্ধুর বাড়ি থেকে দেরিতে ফিরলে
রাস্তায় থামায় এক ভ্যান পুলিশ ।
এত রাত করে কোথায় যাচ্ছি,
বাড়ি কোথায়, নাম কি পদবী সহ জেনে রাখে ।
প্রয়োজনে তুলে নিয়ে যাবার হুমকি ।
আমি কোনো আইন অমান্য আন্দোলনে নেই
কাগজপত্র সঠিক ভাবে নিয়ে বাইক চালাই
মাথায় হেলমেট পড়ি
লাল আলোতে দাড়াই ।
রাতের শুনশান রাস্তা তবু ভয় দেখায় ।
রাষ্ট্রের গুলিতে যারা জখম
তারা অনায়াসে বলতে পারেন
এই রাষ্ট্র আমাদের নিয়ে ভাবে না ।
আমাদের সে সৎ সাহসটুকু নেই ।
রাস্তায় থামায় এক ভ্যান পুলিশ ।
এত রাত করে কোথায় যাচ্ছি,
বাড়ি কোথায়, নাম কি পদবী সহ জেনে রাখে ।
প্রয়োজনে তুলে নিয়ে যাবার হুমকি ।
আমি কোনো আইন অমান্য আন্দোলনে নেই
কাগজপত্র সঠিক ভাবে নিয়ে বাইক চালাই
মাথায় হেলমেট পড়ি
লাল আলোতে দাড়াই ।
রাতের শুনশান রাস্তা তবু ভয় দেখায় ।
রাষ্ট্রের গুলিতে যারা জখম
তারা অনায়াসে বলতে পারেন
এই রাষ্ট্র আমাদের নিয়ে ভাবে না ।
আমাদের সে সৎ সাহসটুকু নেই ।
মহানন্দা সেতু ও মেডিক্যাল কলেজ
ঘন ঘন চলে যাই মেডিক্যাল কলেজ
যেখানে রাত হলেই অদৃশ্য হয়ে যায় ভীড়
তৃতীয় মহানন্দা সেতু হয়ে ওঠে কবির জানালা
এক ধারে পাহাড়ী উচ্চতায় জোনাকির বাড়িঘর
অন্য দিকে অপু-দূর্গার ছুটে যাওয়া রেলগাড়ি ।
জোরালো শব্দে রাতের মনোযোগ নষ্ট করে-
ট্রাক তুলে নিয়ে যায় বালি-পাথর ।
রেলিং ধরে বসে থাকে বহু যুগের অপেক্ষা
জল আসে জল শুকিয়ে যায় ।
জীবিকাহীন বিলাসী জীবনেও ক্রমশ
শুকিয়ে আসে যা যা ভিজে যাবার কথা ছিল ।
ক্রমশ বেড়ে চলে উত্তাপ,
ঘরে থাকতে দেয় না।
চা খেতে ঢুকে পড়ি মেডিক্যাল কলেজ
মৃত ঘোষণা করা দেহ ঘিরে মানুষের ভীড় ।
দেহ আসে,দেহ নিয়ে যায় ।
দেহ নিয়ে কাটা-ছেড়া করে
আবার সেলাই করে তুলে দেয় গাড়িতে ।
জীবন এমন মিথ্যে ভ্রম জেনেও
গভীরে লুকিয়ে রাখি কিছু স্পর্শ
বিলিয়ে দিতে পারি না এতটুকু আদর ।
মৃত গাছের ছায়ায় বসে আছি মনে হয়
একদিন হাওয়ায় হয়তো আশ্রয়হীন হবো ।
No comments:
Post a Comment