এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

সৌম‍্যজিৎ আচার্য


কবিতা : সাধারণ বিভাগ


তেরো বছর আগে

বৃষ্টি শুরু হলে,
বারান্দারা আটকে ফেলে দোর -
গুনতে ভুলে গেছি,
দেহে কটা তিল আছে তোর…

বাসস্টপে ছিলি,
আকাশ ঝেঁপে নেমে এলো ঘোর -
স্বপ্ন ব‍্যাভিচারি,
তোর ঠোঁটে আমার কামড়

কিছু বলার আগে,
বাস ছোটে আরামবাগ মোড়
প্রেম হয়নি জানি,
মন তবু প্রেমিক হার্ডকোর

জাদু বাস্তবতা -
ভ‍্যানিশ কত স্মৃতির মেটাফর -
যত জ্বর এলো,
দেহ আমার টেম্পারেচার তোর

বৃষ্টি শুরু হ’ল, জ‍্যোৎস্না লুট,
নেপথ‍্যে মেঘ-চোর
তেরো বছর আগে,
মোট ক’টা তিল ছিল তোর




শব্দ


টুং টাং
টিং টং
টুক টাক…

শব্দ হচ্ছে


ঝিক ঝাক
ঘ‍্যাং ফাক
ঢিক ঢাক

ব্দ হচ্ছে

হাম হাম
ধাম ধাম
ঘ‍্যাম ঘ‍্যাম


শব্দ হচ্ছে

দিন ভর
ফাঁপা মানুষের….

সৌম‍্যজিৎ আচার্য
রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র, পেশাদারী জীবনের পাশাপাশি সাহিত্যের নানা শাখাতেও তাঁর অধিকারের প্রমাণ রেখেছেন। দুটি বিষয়ে স্নাতকোত্তর হওয়ার পরে ‘উচ্চ শিক্ষায় মানবসম্পদের ব‍্যবস্থাপনা’ নিয়ে গবেষণায় Phd.
অধ‍্যাপনা করেছেন রামকৃষ্ণ মিশন বিদ‍্যামন্দির, গলসী রবীন্দ্র-নজরুল কলেজ অফ এডুকেশন ও শ‍্যামসুন্দর কলেজে।
স্বল্প দৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্য লিখে ২০১৫ সালে পুরস্কৃত হয়েছেন আর্জেন্টিনা চলচ্চিত্রোৎসবে (২০১৬), ও মডেল এন মুভি চলচ্চিত্রোৎসবে (২০১৬)
বাংলাদেশ থেকে বেরিয়েছে e -বই ‘বিন্দু ছাড়া বিসর্গ’। কবিতা ছাড়াও গল্প, নাটক, প্রবন্ধ লেখেন।
অনুবাদেও দক্ষ।
পেয়েছেন ‘সাহিত‍্যাঙ্গন’, ‘অর্ধেন্দুকুমার’, ‘নতুন আলো’ পুরস্কার। ‘কৃষ্ণাশিষ’ সাহিত্য সম্মান ও ‘কবিতা পাক্ষিক’-৫০০ সম্মাননা।
মোট কবিতার বই পাঁচটি। লেখেন দেশ, কৃত্তিবাস সহ সব প্রথম সারির পত্রিকায়।

No comments:

Post a Comment