হাইকু
(১)
অসুস্থ রাত
প্রগাঢ় অন্ধকার
এ-বুক কাঁদে!
(২)
নিঝুম রাত
তারার হাতছানি
আঁচলে জ্যোৎস্না৷
(৩)
দমকা হাওয়া
ভালবাসার ঝড়
কলঙ্কিত প্রেম৷
(৪)
পবিত্র তুমি
আমিও প্রতিশ্রুত
ফোটাবো মৃণাল!
(৫)
আঁধারে একা,
ধ্রুবাতীত সাধনায়
আনন্দময়৷
(৬)
উদ্ধত ঊর্মি
এলোমেলো ছন্দে
সমুদ্রের গভীরতায়৷
(৭)
পবিত্র শিখার
দাহন-অন্তরালে
আত্ম-নিবেদন
কবিতা : সাধারণ বিভাগ
"অভিসার"
শূণ্য প্রহর গুলো সঞ্চয় করে আজ আমি জেনে গেছি শতাব্দীর কল কোলাহল
আকাশের রঙ বদলায় কত—বারেবারে...
কত ঝরা ফুল হৃদয়ে জড়িয়ে নিভৃত নির্জনে
সে মায়াবিনীর
কোমল পরশ৷
এক যুগে বাদে —
বাৎসল্যের নিরিবিলি প্রবেশ৷
অন্ধকার দরজায়
বোবা কান্নার গুমরানি
'পিছনে চেয়োনাকো,
হৃদয় মেলে দাও
গানের সুরে৷
যেখানে আড়ালে
পুষ্পিত কান্নারা
প্রহর গোণে৷
ড: মীনা মুখোপাধ্যায় |
No comments:
Post a Comment