কবিতা : সাধারণ বিভাগ
চার্লি চ্যাপলিনের একতারা
আমি চার্লি চ্যাপলিনের একতারা লাইনটিকে ৪৯
চ্যাপলিনের ১* লিখতেই
ভেন্টিলেশনে থাকা জাতিস্মর বাদ কোমায় চলে গেল
এখন যদি মেঘ-৫ এর সঙ্গে
রোদ-৭ ফুলদানির নৌকাবিলাসপালা রিমেক করে তাহলে ঈশ্বরকণার ভিতর কত পার্সেন্ট নাস্তিকতা
আছে সে কথা জিজ্ঞেস করলেই হিউয়েন সাঙের রেখে যাওয়া বাইফোকালটি
উদাস হয়ে যাবে
সেই ঔদাসীন্যের ছায়ায় অহিংস কমলালেবুগুলি
শুধু নিউরনের নামতাই নয়
প্রোটন আর ইলেক্ট্রন কীভাবে
ক্যাটওয়াক অনুবাদ করে
সে কথাও বলবে
আমরা যদি সেই অনুবাদের
ভুল ব্যাখ্যা করি
তাহলে আকাশে ভাসমান
কমলালেবুর স্বপ্নগুলি হ্যাং
হয়ে যাবে
সুশীল হাটুই |
বিষ্ণুপুর (গড়দরজা), বাঁকুড়া।
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী।
দেশ, কৃত্তিবাস, কবিতা-পাক্ষিক প্রভৃতি বহু পত্র-পত্রিকায় কবিতা প্রকাশ।
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী।
দেশ, কৃত্তিবাস, কবিতা-পাক্ষিক প্রভৃতি বহু পত্র-পত্রিকায় কবিতা প্রকাশ।
No comments:
Post a Comment