এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ভুজুঙ মাঝি


আঞ্চলিক উপভাষার কবিতা


* হামার বুনোলতা *
-------------------------
তু হামার বুনোলতা
তু হামার কবির লায়িকা ছিলি ,
তু হামার চুপসে যাঞওয়া পরানটতে
পিরিতের বান ডাকাঞ দিলি l

লয়খো হামি জীবনানন্দ
লয়খো হামি কবিগুরু ,
তবুহ তুখে বড্ডা ভালোবাসি
তুর জন্যিই হামার লিকালিকির শুরু l

কবির মতন আঁখতে লারি তুখে
হামার ফুটো কলমট দিঁঞে-,
তবে চুপসে যাঞওয়া পরানটতে
বুখেরমাঝে তুখেরাখি বাগাঞ ধ্যরে l

ভ্রুমরা কাল চোক দুট্য তুর
হামার পরান জ্বালাঞ দিলেখ ,
ডবকা মাগি -ক্যেলে ছুঁরি
হামাখে পিরিতের রসট ঢেলে দিলেখ l

তুর পিরিতে হাবুডুবু বুনোলতা
তুর পিরিতে জানট দিতে রাজি ,
ডেলি ঘরে খেচি বৌএর ঝাঁটা -
বুঝতে লারি বুনোলতা-
তবুহ তুখে ক্যেনে এ্যত ভালোবাসি l



*হ্যে ভগমান তুর কুনু  বিচার  লাই *
----------------------------------------------
হ্যে ভগমান তুর কুনু বিচার লাই
গুটা বাদলট গেল খটখটায়ে -
পুটিফাটা রঅদট দিলি
ইখুন গদগদায়ে ঢেলে দিলি ,
আজ তিনদিন হঅলো --
মরদট আমার কাজ লাই
ছেলে গুলান খাবার লাই ,
লাজ ঢাকার ত্যানা গুলান
তিনদিন ধরে শুঁকায় লাই ,
আমরা লাহয় -তুর জলট খাব
ঢকঢকায়ে খেঁয়ে পেট ভরাবো
ছেলে গুলান কি খাবে- হে !
হে ভগমান তুর কুনু বিচার লাই
ঘরের আমার চালট ফুটো
ইবার টাকা লাই ছঁয়তে পারি লাই ,
ওই চালের ফুটোদিয়ে ঢুকে গেলি
হেভগমান গুটাঘড়ে বান ডাকায় দিলি,
বাবুদের ঘড়ে মাগতে কিমনে যাব -
উরাও ত তিনদিন দুকান খুলে লাই ,
ইবার ছেলে গুলান মুখে কিছু দিব -
হ্যে ভগমান তুর হাতে পায়ে ধরি
তুর গেদে জল পরাট থামায় দিবি !
গরিব বলে তুইও আমাদের মারিস
হাতেও মারিস আবার পেটেও মারিস,
হ্যে ভগমান তুরও কুনু বিচার লাই l l


ভুজুঙ মাঝি
পেশায় শিক্ষয়, নেশায় লেখক

No comments:

Post a Comment