কবিতা : সাধারণ বিভাগ
।। প্রেক্ষাগৃহ ।।
মৃত প্রেক্ষাগৃহে তাঁত বুনে চলেছে
জলের আসর।
সময়ের কাছে শুধু একাকীত্ব গুছিয়ে রাখি
স্বরলিপি খুঁজতে গিয়ে দেখি
ক্রমাগত চ্যানেল পাল্টে যায় -----
এই জনপদ। চড়াই উতরাই।
আঁকাবাঁকা চক্রব্যূহ আর দুরন্ত নৈঃশব্দ্য।
তারার মশারিতে বসে সূর্য একের পর এক
পাহাড় ডিঙিয়ে যাচ্ছে আর
মুঠো মুঠো রঙ ছড়াচ্ছে।
উলুধ্বনিতে বরণডালা উঠছে আর নামছে।
রুখাশুখা উপত্যকা দিয়ে গাড়ী এগিয়ে চলেছে
বনানীর মাঝে কাঁকড় মাজা পথে শুকনো পাতা
ফরফর উড়ে চলে ----
এ কোন এক অচিন পুরুষ
থমকে থেমে , চকিত চাহনে
ভিন্ন বাঁকেতে গেল হারিয়ে.....
।। স্ন্যাপ বন্দী ।।
তুমি শরীর পেরিয়ে গিয়ে বর্ণমালা তুলে ধর
আমি আমার দৃশ্যপট কাঁধে বয়ে নিয়ে এসেছি।
এত দ্রুত ছুটে চলেছে পথ ------
পারিপার্শ্বিক বৈচিত্র্যময়।
ল্যান্ডস্কেপে নিচু পাহাড়শ্রেণীর জলরঙ
কমা, পূর্ণচ্ছেদ একে একে
মিলিয়ে যাচ্ছে ঝলমলে আকাশে।
ঘর্মাক্ত সাইকেলে নীলকণ্ঠ পাখি এলে
বাঁদরদের পার্টি-কংগ্রেসের মিটিং স্তব্ধ হয় ----
আস্তে আস্তে জড়ো হয়
বসন্তবৌরী, শামুকখোল, বেনে বউ.....
এই সময়ে আমি তাদের স্ন্যাপ বন্দী করি।
উদিত শর্মা |
কবি পরিচিতি :----
জন্ম উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়ায়।
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর।
কর্মজীবন থেকে অবসর নিয়ে ব্যাঙ্ক, পোস্ট অফিস, পেনশন, বাজারের ব্যাগ ইত্যাদির একঘেয়েমির ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে সৃষ্টিশীল জগতে ফিরে যেতে মাঝে মাঝে কবিতার কাপে চুমুক দিই।
পদার্থবিদ্যায় স্নাতকোত্তর।
কর্মজীবন থেকে অবসর নিয়ে ব্যাঙ্ক, পোস্ট অফিস, পেনশন, বাজারের ব্যাগ ইত্যাদির একঘেয়েমির ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে সৃষ্টিশীল জগতে ফিরে যেতে মাঝে মাঝে কবিতার কাপে চুমুক দিই।
No comments:
Post a Comment