এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রাহুল গাঙ্গুলী


কবিতা : কবিতার ল‍্যাব



প্লাস্টিসিটি ইমিগ্রেশন (৩ শব্দের কবিতা)
----------------------------------------------------------

লালা।বিস্মরণ (বহুবর্নীয়)

মাস্তুল ডুবলেও : নৌকা...........

মিশরীয় অভ্যাস।ক্যালেন্ডার

তদন্ত : ব্যর্থ মৌনসূচক

জল।তল।বাঘনখ

গতি = ০ = ভরবেগ

শব্দরূপ : রাহুল

(সিরিজটি আই সোসাইটি ল্যাবরেটরি হো.আ. গ্রুপে যুক্ত হবার পর শব্দ ব্রাউজ নিয়ে কাজ করবার সময় লেখা।
শ্রদ্ধা : সৌমিত্র রায়)

রাহুল গাঙ্গুলী
জন্ম তারিখ :১০ই আগস্ট
জন্ম সাল : ১৯৭৮
জন্মস্থান : দুর্গাপুর, পশ্চিম বঙ্গ
যোগাযোগ ঠিকানা : ২৮ নং শরত পল্লী,পোস্ট অফিস - বাঁশদ্রনী, কলকাতা-৭০০০৭০।
পেশা : সিভিল ইঞ্জিনিয়ার
প্রকাশিত গ্রন্থ : নিজের নেই।বিভিন্ন লিটিল ম‍্যাগাজিন
সম্পদনা : নেই
ইমেইল : rahul.ganguli29@rediffmail.com
মোবাইল : +৯১ ৯৭৪৮৯৭২৮৮৯

কিছু কথা : কবিতার দায় শুধু সময়কে দেখা বা তুলে ধরা নয়। দৄশ্যের সামনে দাঁড়িয়ে অবজেক্ট ও সাবজেক্ট রুপে নিজেকে প্রশ্ন করা এবং নিজের ভেতর তার উত্তর খোঁজা - পোস্ট উত্তর-আধুনিক কবিতায় এই প্রয়োগটাই বড্ড প্রয়োজনীয়। সেই অবস্থান থেকেই যাবতীয় পরীক্ষা।

1 comment: