এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনুপ বৈরাগী


কবিতা : কবিতার ল‍্যাব


বাথটাব

জলপনার আবছায়া অবয়বে
মুখগোঁজে দিনভরের দশমিক ঘাম

শাওয়ার জেলের চ্যাটচেটে পিরিত
  গায়েছায়ে বেলাঘাম ঘষাঘষি
        রূপান্তরে : প্রেমের
   নির্ভেজাল সফেন বুদবুদ

               ণ র ম
               র ম ণ
               ম র ণ

কয়েকটা দাঁড়ির মূলে
ফোঁটা ফোঁটা ফুলস্টপ

বিস্ময়কর সূচকে গলা ঝেড়ে নিলো
বাথরুম ফোক এইমাত্র
ভেজা মেঝেয় তখনও ঝাপটে থাকে
হুতাশের হ্রস্ব (উ)কার
আপেক্ষিক আর্দ্রতার আগাম খবরে




কবিতা : সাধারণ বিভাগ


রমণীয়_সু

লোকের কাছে তুমি 'দুর্গা দাস' হলেও
আমার কাছে 'দুর্বা ঘাস'
তোমার দাসত্বের মুক্তিটুকু আমার থাক

এঁটো রাতের পর
সবজে ঠোঁটে লেগে থাকা
কয়েক কনা শিশির :চেনা লিপ_লক
আমার যাপনে রাখলাম

মেখে নিও 'সু'
শালের ভাঁজে গর_ওম
তোমার অপেক্ষায় রাত জাগা রতি !

No comments:

Post a Comment