ছোট গল্প
ভীতু
ছোটোর থেকেই ভীতু ছিলো নুরি....আসল নাম কিন্নরী ...সুন্দর ফর্সা মিষ্টি চেহারার মেয়েটি নুরি নামেই পরিচিত সকলের কাছে খুবই প্রিয়...ওকে দেখলেই বোঝা যেতো ভীষণ ভীতু ..সবসময়ই যেন ভয়ে জড়সড় হয়ে আছে..অথচ সকলেই ওকে ভালোবাসে....
অন্ধকার হলেই এরওর পেছনে পেছনে ঘুরে বেড়ায়...কখনও একা থাকেনা ..ওর বন্ধু সুমি জিজ্ঞেস করেছিলো ..কেন এতো ভয় পায় নুরি...ও বলেছিলো...অন্ধকারে ভূতের ভয় পায়...কখনো গল্প শুনেছিল ঠাকুরমার মুখে ..তার পর থেকেই ....সুমি বলে এসব নেই ..মনের ভুল...তবুও ভয় যায় না নুরির...
বয়স বেড়েছে এগারো বারো এখন...এখনও সমান ভীতু.....।
এ হেন সময়ে পড়তে বসতে গিয়ে সন্ধ্যায় হাতের কলমটা খাটের তলায় গড়িয়ে গেলো...
নীচু হয়ে আনতে যেতেই একটা কচি হাত কলমটাকে এগিয়ে দিলো ওর হাতে...
ওমা একটি মিষ্টি ছোট্ট ছেলে যে খাটের তলায়!! আশ্চর্য হয়ে ওকে বললো. ..তুমি কে? ...
ছেলেটি ভীষণ ভয়ের গলায় বলে...ও নাকি খিদের জ্বালায় একটা বিস্কুটের প্যাকেট চুরি করে খেতে গেছেলো..ওকে ভীষণ মেরেছে মালিক...আরও মারতো হয়তো ...ও পালিয়ে বেঁচেছে..
এখানে ওখানে লুকিয়ে থাকে তাই।।
নুরির মা এসে দেখলো পড়াশোনা না করে খাটের তলায় বসে নুরি বকবক করে চলেছে ...
বকুনি দিয়ে পড়তে বসায়....মা চলে যেতেই ছেলেটিকে বলে ...ভয় পাস না..খাবার এনে দেবো...এখানেই থাক..
চুপিচুপি ওকে নিজের খাবার থেকেই খাবার দেয়...তবুও ছেলেটির ভয় যায় না...ও দিনের আলোয় দেখা দেয় না...
নুরি এখন ভয় পায় না অন্ধকারে....কারণ ছোটুলালকে...ওই ছোটো ছেলেটিকে সাহস জোগাতে হয় যে ওকেই ..
একদিন নুরির মা লক্ষ্য করলেন খাবার নিয়ে অন্ধকারে মেয়ে যেন শোয়ার ঘরের খাটের নীচেয় কার সাথে বকবক করছে ...আলো নিয়ে এসে দেখতেই দেখে কোথাও কিছুই নেই ...শুধু নুরির হাত থেকে খাবার গুলো অদৃশ্য হয়ে যাচ্ছে ......
ওর মা ভয়ে চেঁচামেচি করে উঠলেন ...নুরি চলে আয় ...ও মানুষ নয় ...চলে আয় .....
নুরি বললে .....জানি তো ও ছোটুলাল মালিক মারবে বলে খিদের জ্বালায় লুকিয়ে বেড়াচ্ছে চুরি করেছিলো বলে....
মা বললেন ...ছোটুলাল তো মারা গেছিলো পাশের দোকানের মালিকের মারে অনেকদিন ....ওরে ও ভূত।
নুরি বললে ....বড্ড ভীতু তোমরা...ওর খিদে পেয়েছে বলেই না এসেছে আমার কাছে ...এখন ভূত বললে চলবে কেন? ....
প্রতিমা বসু |
পরিচিতি।।
আমার লেখা বেশ কিছু বই পাবেন আনন্দ প্রকাশনী থেকেই ..
নেটের জগতে বেশ কিছু বছর হয়ে গেলো বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির সংকল্পে দাঁতে দাঁত চেপেই কাজ করে চলেছি আজও...
আমার দেশের মাটি সাহিত্য গোষ্ঠী ...আমারই সৃষ্ট একটি দেশওসমাজ সংগঠন মূলক গোষ্ঠী ...এখনকার সকল প্রথিতযশা কবি ও সাহিত্যিকরা রয়েছেন সাথে ...
তাই এই সাহিত্য গ্রুপটিরও মঙ্গল কামনা করি সর্বান্তকরণে।।
ভাল লগল
ReplyDelete