শামেরিক
ঘুষ
বিবেকবোধ নেই যাদের হারায় যারা হুশ,
টাকার পেছনে অন্ধ ছুটে খায় তারা ঘুষ,
তাদের নেই চক্ষুলজ্জার ভয়
লোকের কথায় কি আসে যায়
কথায় কথায় ঘুষ চায় করতে গিয়ে কাজ,
অন্যায় পথে চলতে চলতে তাদের নেই লাজ।
মঞ্জুর মোর্শেদ রুমন |
কবি পরিচিতি:
মঞ্জুর মোর্শেদ রুমন
মঞ্জুর মোর্শেদ রুমন
পিতা: নুরুল আমিন, মাতা: তফুরা আক্তার ।
জন্ম: ২৯ জুন, ১৯৯৬ ইং,ফুলগাজী,ফেনী। তিন ভাইয়ের মধ্যে তৃতীয়।ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি এবং ঢাকা বিজ্ঞান কলেজ থেকে একই বিভাগে ২০১৪ সালে এইচ.এস.সি পাশ করে বর্তমানে কবি নজরুল সরকারী কলেজ এ অনার্স ২য় বর্ষে অধ্যনরত। প্রাথমিক,জুনিয়র বৃত্তি,এস.এস.সি তে গোল্ডেন এ + সহ বেসরকারিভাবে কয়েকটি বৃত্তি প্রাপ্ত।
জন্ম: ২৯ জুন, ১৯৯৬ ইং,ফুলগাজী,ফেনী। তিন ভাইয়ের মধ্যে তৃতীয়।ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি এবং ঢাকা বিজ্ঞান কলেজ থেকে একই বিভাগে ২০১৪ সালে এইচ.এস.সি পাশ করে বর্তমানে কবি নজরুল সরকারী কলেজ এ অনার্স ২য় বর্ষে অধ্যনরত। প্রাথমিক,জুনিয়র বৃত্তি,এস.এস.সি তে গোল্ডেন এ + সহ বেসরকারিভাবে কয়েকটি বৃত্তি প্রাপ্ত।
বর্তমান পেশা: ছাত্র। লিখতে ও পড়তে ভালোবাসেন। সৃজনশীলতা খুব করে টানে। এখন বেশ লিখছেন প্রচুর সাহিত্য পত্রিকাসহ লিটলম্যাগে ও যৌথকাব্যে।
No comments:
Post a Comment