অণুগল্প
শেলী ও মিলি
লমবাআআআআ প্ল্যাটফর্ম...লাস্ট ট্রেন আসেনি...দূরে চেয়ারে মেয়েটা। পাক্কা ছ'মিনিট হাঁটার পর তার কাছে পৌঁছাই।
-হ্যালো, আপনি কি লাস্ট ট্রেনের জন্য ...
মুখ ঘোরাতে দেখি শেলী!
শেলী আমার প্রেমিকা। ছিল। পঁচিশ বছর আগে। শালী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাসল।
-কাল রাতে শেলী মারা গেছে। ওকে পুড়িয়ে ফিরছি। আমি শেলী নই। ওর বোন মিলি..
লাস্ট ট্রেনটা শোঁওওও করে প্ল্যাটফর্মে ঢুকে পড়ল, কিছু শুনতে পারছি না আর...
শীর্ষেন্দু দত্ত
সম্পাদক : 'নতুন শতক' ও ' মন কলম'
সম্পাদক : 'নতুন শতক' ও ' মন কলম'
No comments:
Post a Comment