এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

আরতি বোস


কবিতা : সাধারণ বিভাগ


অসুখ
              
ভয়ঙ্কর সংক্রামক অসুখ
প্রসারিত হচ্ছে মস্তিষ্ক থেকে হৃদয়ে
প্রতি কোষে শিরা উপশিরায়...
সংক্রামিত হচ্ছে আমার থেকে।
রুদ্ধ করেছি বাতায়ন সব
রয়েছি আপন অন্তঃপুরে
অনেকের মাঝে নিরন্তর একা
সন্তর্পণে গোপনে করি সঞ্চারণ।
তারপর কস্তুরী মৃগের মত
খুঁজে বেড়াই তার উৎস।
হয়ে যাই অনামী কুর্চি বা ঘাসফুল
অপ্রয়োজনীয় নিতান্তই অপ্রতুল
অন্তঃসলিলা ফল্গুধারা
হয়ে মোহানায় করেছি যাত্রা
মিশে যাই সাগরের অতলে
সারি সারি ঘুমন্ত প্রবালে।
বলে যাই অসুখের নাম চুপেচুপে
’মনখারাপ' যাকে রেখেছি অন্ধকূপে।


জীবন একান্তে

      ধূলিধূসরিত ধরণী
                         অনুভূতিবিহীন
    দুঃখ দরদ ভালোবাসা
                    সবই মূল্যহীন।

পণ্যে বোঝাই পশরায়
                  আছে দেহ লোভনীয়
বিকছে সবই , থাকে পড়ে
                    ভালোবাসা রমণীয়।

প্রদীপের সলতেটা দিয়ে উস্কে
              আঁধারে সাজায়ে বসতি
জীবনের নব অভিষেকে
             মাত হবে বাজীর কিস্তি।

হেমলক পেয়ালার প্রান্তে
               কেনো রাখা ঠোঁট আর
মরীচিকা শেষে উদ্যানেতে
                 হবে শেষ আঁধার অপার।

আরতি বোস।
নয়ডা, দিল্লি।
গৃহকর্মরতা।
অসম্বব ভালোবাসেন বই পড়তে
ও কবিতা লিখতে।

No comments:

Post a Comment