কবিতা : সাধারণ বিভাগ
"টিকিট পাইনি এখনও"
শোন।চোখের কোলে স্থাপত্য উঠে এলে...
খুলে যায় আধাদেবতার কবর।
জরুরী কান যন্ত্র কেনে।মন্ত্র শোনে।
বিকারের নাম ধরে ডেকে ওঠে।
চিৎকারে প্রায়ান্ধ ডুবে থাকে..
একবুক মাটি ফুঁড়ে উঠে, চোখ রাঙায়।
"টিকিট দেব না"।ওপারের পথ আগলে।
সামনে তখন অনেক কাঁটা তার।
পায়ের তলায় গরম বালি...
"কোথায় গেলি আমার চেনা পৃথিবী?",
মনে হওয়াটাই স্বাভাবিক!
প্রথম স্তর।ঈশ্বর।কথা শুনিনি।
তারপর আচার,বিচার,সাকার,নিরাকার...
বাদ গেল না সূর্যের সাত রঙও...
এপার ওপারের ফিরিস্তি...
কিস্তিতে অভিশাপ...খিস্তিতে আশীর্বাদ...
তবু জটিলতা কমেনি অতীতের..
যা কিছু শাশ্বত মাটি চাপা প্রত্ন হয়েছে...
অনাহুত শেকড়েরা চোখ তুলে প্রশ্ন করছে...
ওপারের সব রুট লুঠ।
ভিক্ষুকের চোখে আমি স্থাপত্য দেখছি...
এখনও অনলাইনে চটক...
আমি টিকিট পাইনি এখনও...
ঘিরে থাক দুর্বোধ্য জ্যোতির্বলয়
মঞ্চের শোভা দেখে দেখে আলোকিত হাততালি
পুলকিত অভ্যাসে জোর হাওয়ায় দুলবে প্রপেলার
শিশুহাতে ফড়িং ছটফট ভুলে স্থির
দুলছে কিছু আশনাই লেখা শব্দগহ্বর
গহ্বর তুমি ফুঁটোর গভীরে গম্ভীর দ্রিম দ্রাম
পাহাড়ে গহীন একরোখা জংগুলে
চকমকি ঠুকে ঠুকে মশালিয়া আবেশে
পোড়া কাঠ গন্ধ ঘনাল সেন্ট্রাল স্টেজে
সুদীপ ব্যানার্জি |
পরিচিতি- গ্রাম-সোমসপুর,
পো-ধণিয়াখালি, জেলা-হুগলী।
প্রকাশিত গ্রন্থ-"তিন পাত্তির তাস"।
পো-ধণিয়াখালি, জেলা-হুগলী।
প্রকাশিত গ্রন্থ-"তিন পাত্তির তাস"।
No comments:
Post a Comment