এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পায়েল খাঁড়া


লিমেরিক



১.
তারিখি দপ্তর , দেওয়াল আগলে নতুন ক‍্যালেন্ডার
মুখচলতি শোরগোল, নতুন বছরের শপথ ইস্তাহার
শব্দে বাজিমাৎ
আদতে জালিয়াৎ
আদৌ করে কি কেউ মানুষ হবার অঙ্গিকার!



২.
উষ্ণ লেপের ওমে কংক্রীট ঘুমায় শীতল রাতে
সভ‍্যতার জারজ পিষছে তারই পাশে হিমেল রাতে,
চরম বিপরীত রূপ
কী ভীষন বিদ্রূপ
ভ্রূক্ষেপহীন প্রগতির কীই বা আসে যায় তাতে?


৩.
শীতের কলকাতা, আড়মোড়ে কেটে যায় ছোট বেলা
নিত‍্য ব‍্যস্ত পথ, অযথা যানযট, ফাকতালে পিএনপিসি খেলা।
তারই মাঝে উঁকি দিতে
বাঙালিকে চিনে নিতে
তিলোত্তমার বুকে শব্দে সেজে ওঠে আমাদের প্রিয় বইমেলা।



*সুবর্ণলতা*

জানালার ওপাশটায় আকাশ দেখা যেত
হয়ত এটুকু পৃথিবীই ছিল তার হেপাজতে
শিকেয় বাঁধা লাল ফিতে, আর
গোধূলীর মন কেমন করা গল্পের ভীড়।

একটু করে বেড়ে ওঠে পায়ের শিকল
অদৃশ্য চৌহদ্দি আর অলীক ইচ্ছের ঠোকাঠুকি।
তার সোনালী পাঁজরে সবুজের কথাকলি
ঝড়ের ছাট বৃষ্টির আদর
আর পুতুল খেলায় ভুলিয়ে রাখা প্রহর
সবটুকু জোড়াতালি দিয়ে সে তাকিয়ে থাকে
সুবর্ণলতা—
ওই জানালার ওপাশটার আকাশে
একটা নতুন পৃথিবীর খোঁজে।

পায়েল খাঁড়া
নিবাস কলকাতা
পেশায় গৃহশিক্ষিকা
প্রথম প্রকাশিত গল্প পদক্ষেপ পত্রিকায় 'সিগারেট'

No comments:

Post a Comment