ছড়া
দিন ফুরলে
দিনের শেষে রবির আলো
মাঠের ধারে নিভে গেল
বাবা আমার ঘরে ফেরে
কফিক্যান্ডি হাতে ’করে
তুলসি তলায় শাঁখের আওয়াজ
দিদির গলায় গানের রেওয়াজ
দু’চোখ রাখি বইয়ের পাতায়
সন্ধ্যাকালীন পড়াশোনায়
পড়ার শেষে হলে ছুটি
রাতের মেনু তড়কা-রুটি
খাওয়ার শেষে দাদুর কাছে
গল্প শোনা পাওনা আছে
ঘোরাঘুরি
ঘুরছে জগত জন্ম থেকে
ঘড়ির কাঁটার বিপরীতে
অক্লান্ত গতিতে ছোটে
গ্রীষ্ম-বর্ষা-শরত-শীতে
ঘুরছে মানুষ দিগ্বিদিকে
পেশায় নেশায় দেশে-দেশে
ক্লান্ত হয়ে আস্তানাতে
রাখে মাথা দিনের শেষে
ঢ্যাঙা কেষ্টা
ঢ্যাঙা কেষ্টা ছুঁয়ে ক্রসবার
টোকা মেরে বলকে ওড়ায়
নীচ দিয়ে বল এলে পরে
পায়ের ফাঁকে বলকে গলায়
ফল পেড়ে খায় লগা ছাড়াই
ভাগ ‘করে নেয় সবাই মিলে
চুরির শেষে ছোটার সময়
মাথা ঠোঁকে গাছের ডালে
পাগলা হাবুল
পাগলা হাবুল চা ’করে খায়
চায়ের জল গিজারে ফোটায়
চানের জল গরম করে
সিটি মেরে কুকারে
নিজে কেঁদে লোককে হাসায়
পিতা : চন্দন নন্দী
মাতা- আল্পনা নন্দী
নিবাস- জামগ্রাম,পাণ্ডুয়া, হুগলি
স্কুলঃ জামগ্রাম জনার্দন ইন্সটিটিউশান, জামগ্রাম, হুগলি
ক্লাস- দশম।
শখঃ গান গাওয়া, খেলা
নিবাস- জামগ্রাম,পাণ্ডুয়া, হুগলি
স্কুলঃ জামগ্রাম জনার্দন ইন্সটিটিউশান, জামগ্রাম, হুগলি
ক্লাস- দশম।
শখঃ গান গাওয়া, খেলা
No comments:
Post a Comment