এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ফিরোজ আখতার


ছড়া


প্রেমিক ব্যাঙ
------------------
সোনা ব্যাঙ ও কুনো ব্যাঙ
প্রেম করেছে-
সাক্ষী চ্যাং |
আমাজানের ব্যাঙের গ্যাং
আসবে তারা-
ঘ্যাঙর ঘ্যাঙ ৷

সোঁদরবনের সবজে ব্যাঙ
হয়েছে কাজী-
লম্বা ঠ্যাং|
কন্যাপক্ষের হলদে ব্যাঙ
আসবে শত -
ঘ্যাঙর ঘ্যাঙ ।

বেয়াই ব্যাঙ, বেয়ান ব্যাঙ
ভীষণ তারা
চিন্তা নেন ৷
বিয়ের দিনে মশার ঠ্যাং
লক্ষ দশেক
অর্ডার দেন ৷

সানাই বাজায় ডোবার ব্যাঙ
বিয়ের দিনে
প্যাঙর প্যাং |
সোনার সাজে সোনা ব্যাঙ
লালচে লাজে
ঘ্যাঙর ঘ্যাঙ ৷

একটা ছিল প্রেমিক ব্যাঙ
সোনার দুখে
গায় যে গান ৷
বিলিতি মদ করছে পান
কাদঁছে দেখো
প্রেমিক ব্যাঙ ৷



মুক্ত গদ‍্য



মানব-প্রোডাক্ট

আমাদের মনুষ্যজীবন অনেকটা কোন কোম্পানীর প্রোডাক্টের মতো । আর আমাদের শরীরের বাইরের খোলসটা প্রোডাক্টের প্যাকেট বা মোড়কের মত ৷ আমরা সমাজের কাছে যেভাবে নিজেদের উপস্থাপন করি বা করার চেষ্টা করি, সেটা আসলে প্রোডাক্টের বিপননের সঙ্গে তুলনীয় ৷ কোন একটি প্রোডাক্ট যেমন তার target mass কে উদ্দেশ্য করে তৈরি হয়, তেমনই কোন সমাজের গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি অন্য সমাজে অতখানি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হন না ৷ আসলে মানুষও একটি target mass কে উদ্দেশ্য করে নিজেকে তাদের মতো করে তৈরি করে ৷ তাই বাইরের খোলাটা যত জমকালো হবে, মানুষটি সমাজের কাছে ততই গ্রহণযোগ্য হবে ৷ তার ভেতরের সত্ত্বাটিকে নিয়ে কারও মাথাব্যথা নেই - না সমাজের, না তার নিজের ৷

আবার প্রত্যেকটি প্রোডাক্টের যেমন একটা life cycle থাকে, মানব-প্রোডাক্টেরও একটা life cycle রয়েছে ৷ সে জীবনের একটা সময় তার জীবনগ্রাফের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে | এখন এই সর্বোচ্চ বিন্দুটি অবশ্য অনেকের ক্ষেত্রে একটি সরলরৈখিক স্তরে পরিণত হয় ৷ সেই মানব-প্রোডাক্টটিকেই বলা যায় চিরন্তন বা আধুনিক - যিনি সব সময়ে সকলের কাছে সমানভাবে আদরণীয় হন I



ফিরোজ আখতার
পেশা - শিক্ষকতা
ঠিকানা - ১৮ই জায়গীর ঘাট রোড, ঠাকুরপুকুর, কলিকাতা - ৭০০০৬৩
ফোন নং - ৮৯৭২০২৪৫৪৫

No comments:

Post a Comment