এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

বিতান দে


বিতা : সাধারণ বিভাগ


খুবসুরত

শীতের সকাল হঠাৎ করেই বৃষ্টিতে
মনখারাপের হালকা ছোঁয়া নিম্নচাপ ।
রাতের আগুন উষ্ণ ধোঁয়ায় খড়কুটো
আকাশ কালোয় ছপছপিয়ে ভীষণ জ্বর
দিচ্ছে শিষ্ ।

কলেজ ছুটির দিনগুলো সব আবছায়া ,
মিছিল স্লোগান নিশান রঙে কালচে টিপ
টুকটুকে লাল ভোর হবে কাল সত্যি কি?
কবির কাব্য বস্তিগুলোয় মুচমুচে
ভাঙছে ঘর।

তুলির জন্য ভাবছি বসেই আলভিদা ।
মির্জা গালিব টুকরো পাতা হরবখত
গরমাগরম চুমুক দিয়েই ক্যানভাসে ,
খাপছাড়া এক আওয়াজ তুলে সেই ছেলে
ডাক পাঠায়।

নীল রঙা বাস সামনে কলেজ ক্যান্টিনে ,
স্বপ্নগুলোর মৃত্যু হবে উড়বে ছাই-
হঠাৎ কেমন শরীর ভেজায় রক্তেরা ।
সেই চিঠিটার সঙ্গে আসে বিয়ের দিন
ইন্তেজার ।

বিতান দে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র (স্নাতক)।
হিন্দু স্কুলে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা।
''চিলেকোঠা' পত্রিকার সম্পাদক ।
লেখা বেরিয়েছে 'স্বপ্নকল্পক ' ,'সিসিফাস' ,'কহিসুর','ফজলি','ছাড়পত্র' ,'খসড়া','বইচিত্র','আভা সিংহ স্মারক পত্রিকা','অরণি' প্রভৃতি পত্রিকায় ।
প্রকাশিত হয়েছে ব্যক্তিগত গদ্য ,প্রবন্ধ ,ছোটগল্প,বই সমালোচনা ,চলচ্চিত্র সমালোচনা,সুকুমার রায় ও চার্লস ডিকেন্সের জীবন এবং সাহিত্য ভিত্তিক আলোচনা ,ছড়া।লেখালিখি পড়াশোনা ছাড়া শখ গান শোনা,খেলাধূলা করা।

No comments:

Post a Comment