এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবদূত


কবিতা : সাধারণ বিভাগ



বীক্ষণ

আদিম মানবের কাছে
কসমেটিকের প্রয়োজনীয়তার কথা বলতেই
উড়ে গেলো এক ঝাঁক পায়রা দিগ্বিদিক

কি পসরা সাজিয়েছে হাটুরে
সূর্যের হাত ধরে আসে সমুদ্র সকাল

কানাকানি হয় হবে সমবায় বাতাস
কেউতো আত্মীয় নয়,
অন্তর্বাসে আষাঢ়ের মেঘ জমা হলে
আলগা হয় কড়িবর্গা শাসন
পাহাড়া নেমে যায় সংসারে

কিচেন-কুলুঙ্গি সামলে
হাঁ মুখের বর্ণছটায়
ভাসতে দিও কিছুক্ষণ ভিজে যাওয়া কাঠ
মধ্যাহ্ন সুখ গার্হ্যস্থ পাঠ৷

হাট = বিকিকিনি
সামর্থ্য বিনিময়
হাট > মন্থন > ফেরা

তরল শূন্যতা
বন্ধ চোখের চারপাশ রামধনু ঘেরা




কাচ তত্ত্ব

ধর্মের নিচে পাথর
আড়ালে দলগত শেয়ালেরা
তারা জিরাফেও আছে...

সংস্কার জনিত অসুখে কিছু মুখ
কিছুতেই মুছে ফেলতে পারে না
উরুতে লেগে থাকা তীর্যক রোদ

নারীধর্মে মৌনতা বড় সামাজিক
রাষ্ট্র করে না ডটেড তত্ত্বের গুনাগুণ
ভাত ও কাকের সমীকরণে
মাথারা সক্রিয় হলে
আমি ফিরে আসি নিরপেক্ষ গুহায়

অনুরূপার তৃতীয় চোখের চাউনিতে
ধর্মের কল ওঠে নড়ে
ঠিক তখনিই
পাতা নড়ে
জল পড়ে...

দেবদূত
জন্মঃ বর্ধমান জেলার কাটোয়ায়, 1983 সাল
প্রকাশিত কাব্যগ্রন্থঃ খোলাবুক বন্ধ মন (2006)
ফেরারি মনের ঠিকানা(2009)
মন এক আগুনের নাম(2016)
গল্পগ্রন্থঃ মেয়েদের মোবাইল(প্রকাশিতব্য)
সাহিত্যচর্চাঃ কবিতা, গল্প, প্রবন্ধ রচনা৷

No comments:

Post a Comment