এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

ডঃ রমলা মুখার্জী


লিমেরিক্



ভোজন-রসিক

ভোঁপুরের ভজারামের ভোজন যে ভুরি ভুরি.....
কোপ্তা, কালিয়া, কাবাব, চাই তার ডালপুরী ।
রেঁধে রেঁধে এলিয়ে
বৌ গেল পালিয়ে ।
অজ পাড়াগাঁয়ে বসে ভজা খায় গুড় মুড়ি ।


বাঁটুল উপেন সদাই ক্ষ্যাপেন

বাঁটুল উপেন রাগে কাঁপেন মুখে মন্দ ভাষা....
মনটা কুটিল, অতি জটিল, হিংসা দ্বন্দে ঠাসা ।
হাসি গেছেন ভুলে,
চেঁচান গলা খুলে ।
পিত্তি তাঁর উছলে ওঠে যদি গান কেউ গায় খাসা ।



ওভার স্মার্ট

স্মার্ট ফোনে ফেসবুকে বৌমা ভারি ব্যস্ত, 
আনস্মার্ট শাশুড়িই রাঁধে বাড়ে সমস্ত -
       হঠাৎ বুকে ব্যথা,
       মাতা হলেন গতা।
বাড়ির সবাই খায় অগত্যা ঢাঁড়স, বেগুন আস্ত ।


কুহকী কুয়াশা

শীতের সকালে উঃ, ঘনঘোর কুয়াশা...
কিছুই যায় না দেখা, বড় বেশি ধোঁয়াশা ।
   বাতিল সব রেলগাড়ি
     অগত্যা ফিরি বাড়ি ।
হাড় কাঁপানো শীতে সাথি শুধু হতাশা ।


*******

সাধারণ বিভাগ


ঘটাবো_প্রলয়_হাসবো_আলোয়

আমি সেই একবিংশের নারী
      যার ভেঙেছে ঘুম,
অজানার পথে পা ফেলতে
      সে নিশঙ্ক, নির্ভয়।
      খোলা আকাশ তাকে
       হাতছানি দেয়..........
ব্যাকুল বাতাস অহরহ ডাকে-
     কাঁটা-ভরা রাস্তা হেঁটে
পায়ে তার রক্তের আলতা।
    মধ্যাহ্নের সূর্য সিঁথিতে
      সিন্দুর হয়ে জ্লে......
      অমাবস্যা পেরিয়ে
     কপালে পূর্ণিমার কুমকুম।
দুঃসাহসের কাজল পরে শুধুই
সামনের দিকে তাকায় সে......
মনবল শরীরে আতর হতে যত
  গন্ধ ছড়ায় দিকে দিকে.......
তার তীব্রতায় দূরে সরে যায়
       ঘৃণ্য কৃতঘ্নের দল।
  পেলব নমনীয়তায় মিশেছে
        সুকঠিন প্রত্যয়।
অগুরু চন্দন ছিঁড়েছে বন্ধন।
তবু সে অপমানিতা,ধর্ষিতা।
   একবিংশেই হোক সব
     অত্যাচারের শেষ -
নতুবা দ্বাবিংশে ঘটবে মহা প্রলয়।

******

কবিতাপাঠ

স্বরচিত কবিতাপাঠ

গ্রাম গিয়েছে চুরি
রমলা মুখার্জী

এলাম এবার অনেক দিনের পর
খরের চালে নেই কো মাটির ঘর।
ঝাঁ চকচকে নিকানো নেই দাওয়া
হারিয়ে গেছে হাসনুহানার হাওয়া....
ধান শুকাতো সারা উঠান জুড়ে
তালের সারি পদ্মদিঘির ধারে।
বট গাছটা কোথায় গেল তবে?
বামন হয়েছে সাজানো বাহারি টবে।
দাওয়ায় পেতে মস্ত শেতল-পাটি
গোল হয়ে পড়া, মাঝে একটাই বাতি।
কত কথাই পড়ছে মনে আজ-
রূপসী বাংলা পড়েছে নকল সাজ|
এলাম এবার অনেক দিনের পর
এক ভাগেতে একটি দালান ঘর।
আর এক ভাগেতে সাজানো ঘরের টালি
আমি তো শহরে, থাকে শুধু উড়ে মালি।
দুই-তিনের সীমারেখা টানা ঘরে
খেলে না শিশুরা টিভি দেখে বই পড়ে।
পুকুরে শ্যাওলা ভরেছে কচুরীপানা
ডাহুক চাতক  পাখি নেই আর নানা।
হারানো মাটির গন্ধ মরি যে খুঁজে--
বৃথাই চেষ্টা শুধু ভাবি চোখ বুজে।
গ্রামে গ্রামে গিয়ে গ্রামের খোঁজে ঘুরি....
কোথায় গ্রাম? গ্রাম গিয়েছে চুরি ।

*********

ডঃ রমলা মুখার্জী

কবি পরিচিতি‌‌ 
আমি, ডঃ রমলা মুখার্জী,এম এস সি, পি এইচ ডি, এম এ, বি. এড, সংগীত প্রভাকর,নৃত্যে সিনিয়র ডিপ্লোমাপ্রাপ্তা ।শিক্ষিকা,কবি, ছড়াকার, ,গল্পকার,নাট্যকার।আমি গান,আবৃত্তি, নাটকও করি।আমি 2003সালে ছড়া, কবিতা, গান,নৃত্য,নাটক ইত্যাদির মাধ্যমে বিজ্ঞান পাঠদান ও অন্যান্য সমাজ সচেতনমূলক কাজের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার পাই।
আমি প্রধান শিক্ষিকা ছিলাম।অবসরের পর এখন অতিথি শিক্ষিকা ।আমি কিছু বই লিখেছি। স্বরচিত ছড়া, কবিতা, শ্রুতি নাটক, গান ইত্যাদি আমরা মঞ্চস্থ করি ।  অনেক সাহিত্য ও বিজ্ঞান সংস্থা থেকে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি ।শুভেচ্ছা জানাই ।
ডঃ রমলা মুখার্জী, বৈঁচী, বিবেকানন্দ পল্লী, হুগলি,
ডাক সূচক ৭১২১৩৪। পশ্চিম বঙ্গ

No comments:

Post a Comment