লিমেরিক্
ভোজন-রসিক
ভোঁপুরের ভজারামের ভোজন যে ভুরি ভুরি.....
কোপ্তা, কালিয়া, কাবাব, চাই তার ডালপুরী ।
রেঁধে রেঁধে এলিয়ে
বৌ গেল পালিয়ে ।
অজ পাড়াগাঁয়ে বসে ভজা খায় গুড় মুড়ি ।
বাঁটুল উপেন সদাই ক্ষ্যাপেন
বাঁটুল উপেন রাগে কাঁপেন মুখে মন্দ ভাষা....
মনটা কুটিল, অতি জটিল, হিংসা দ্বন্দে ঠাসা ।
হাসি গেছেন ভুলে,
চেঁচান গলা খুলে ।
পিত্তি তাঁর উছলে ওঠে যদি গান কেউ গায় খাসা ।
ওভার স্মার্ট
স্মার্ট ফোনে ফেসবুকে বৌমা ভারি ব্যস্ত,
আনস্মার্ট শাশুড়িই রাঁধে বাড়ে সমস্ত -
হঠাৎ বুকে ব্যথা,
মাতা হলেন গতা।
বাড়ির সবাই খায় অগত্যা ঢাঁড়স, বেগুন আস্ত ।
হঠাৎ বুকে ব্যথা,
মাতা হলেন গতা।
বাড়ির সবাই খায় অগত্যা ঢাঁড়স, বেগুন আস্ত ।
কুহকী কুয়াশা
শীতের সকালে উঃ, ঘনঘোর কুয়াশা...
কিছুই যায় না দেখা, বড় বেশি ধোঁয়াশা ।
বাতিল সব রেলগাড়ি
অগত্যা ফিরি বাড়ি ।
হাড় কাঁপানো শীতে সাথি শুধু হতাশা ।
*******
ঘটাবো_প্রলয়_হাসবো_আলোয়
সাধারণ বিভাগ
ঘটাবো_প্রলয়_হাসবো_আলোয়
আমি সেই একবিংশের নারী
যার ভেঙেছে ঘুম,
অজানার পথে পা ফেলতে
সে নিশঙ্ক, নির্ভয়।
খোলা আকাশ তাকে
হাতছানি দেয়..........
ব্যাকুল বাতাস অহরহ ডাকে-
কাঁটা-ভরা রাস্তা হেঁটে
পায়ে তার রক্তের আলতা।
মধ্যাহ্নের সূর্য সিঁথিতে
সিন্দুর হয়ে জ্লে......
অমাবস্যা পেরিয়ে
কপালে পূর্ণিমার কুমকুম।
দুঃসাহসের কাজল পরে শুধুই
সামনের দিকে তাকায় সে......
মনবল শরীরে আতর হতে যত
গন্ধ ছড়ায় দিকে দিকে.......
তার তীব্রতায় দূরে সরে যায়
ঘৃণ্য কৃতঘ্নের দল।
পেলব নমনীয়তায় মিশেছে
সুকঠিন প্রত্যয়।
অগুরু চন্দন ছিঁড়েছে বন্ধন।
তবু সে অপমানিতা,ধর্ষিতা।
একবিংশেই হোক সব
অত্যাচারের শেষ -
নতুবা দ্বাবিংশে ঘটবে মহা প্রলয়।
যার ভেঙেছে ঘুম,
অজানার পথে পা ফেলতে
সে নিশঙ্ক, নির্ভয়।
খোলা আকাশ তাকে
হাতছানি দেয়..........
ব্যাকুল বাতাস অহরহ ডাকে-
কাঁটা-ভরা রাস্তা হেঁটে
পায়ে তার রক্তের আলতা।
মধ্যাহ্নের সূর্য সিঁথিতে
সিন্দুর হয়ে জ্লে......
অমাবস্যা পেরিয়ে
কপালে পূর্ণিমার কুমকুম।
দুঃসাহসের কাজল পরে শুধুই
সামনের দিকে তাকায় সে......
মনবল শরীরে আতর হতে যত
গন্ধ ছড়ায় দিকে দিকে.......
তার তীব্রতায় দূরে সরে যায়
ঘৃণ্য কৃতঘ্নের দল।
পেলব নমনীয়তায় মিশেছে
সুকঠিন প্রত্যয়।
অগুরু চন্দন ছিঁড়েছে বন্ধন।
তবু সে অপমানিতা,ধর্ষিতা।
একবিংশেই হোক সব
অত্যাচারের শেষ -
নতুবা দ্বাবিংশে ঘটবে মহা প্রলয়।
******
কবিতাপাঠ
স্বরচিত কবিতাপাঠ
No comments:
Post a Comment