কবিতা : সাধারণ বিভাগ
বিশ্বায়নের সিগন্যাল
শূন্য ট্রাফিক অবশিষ্ট ফুটপাত
হিসেব রাখে বিশ্বায়নের!
ব্লাউজ খোলা বুক থেকে যতোটা স্বাদ
উঁকি দেয়, তার লোভে হাইওয়ে ছুটে-
থেমে যায় ল্যাম্পপোস্টের আড়ালে
তারপর রেডিয়াম সময় চুপ হয়ে যায়
শীতার্ত বাতাস নিয়ে যায় চাপা স্বর
ধোঁয়া উঠা কাপে অভ্যস্ত ক্যাফেটেরিয়ায়
পড়া হয় কি সেই খুবলানো ইস্তেহার?
হিসেব রাখে বিশ্বায়নের-
চলন্ত ফুটপাত বা ব্যস্ত ট্রাফিক?
হারানো প্রেমশূন্য ট্রাফিক অবশিষ্ট ফুটপাত
হিসেব রাখে বিশ্বায়নের!
ব্লাউজ খোলা বুক থেকে যতোটা স্বাদ
উঁকি দেয়, তার লোভে হাইওয়ে ছুটে-
থেমে যায় ল্যাম্পপোস্টের আড়ালে
তারপর রেডিয়াম সময় চুপ হয়ে যায়
শীতার্ত বাতাস নিয়ে যায় চাপা স্বর
ধোঁয়া উঠা কাপে অভ্যস্ত ক্যাফেটেরিয়ায়
পড়া হয় কি সেই খুবলানো ইস্তেহার?
হিসেব রাখে বিশ্বায়নের-
চলন্ত ফুটপাত বা ব্যস্ত ট্রাফিক?
হাওয়ায় মিশেছে হিম বাতাস তাই তীক্ষ্ণ ফলা;
নদীটার ভারী শ্বাস মেলছে ডানা আকাশে
যেখানে পান্ডুর চাঁদ তাকিয়ে বোকার মতো
সে রাতেও হাওয়ায় মিশেছিল হিম
কিন্তু বাতাসে ছিল গাঢ় উষ্ণতা ঢালা
নদীটার শ্বাস দিয়েছে আড়াল কুয়াশা ডানা মেলে
আকাশে চাঁদ ছিল - মোহনীয় চাঁদ
সাড়ে তিন হাত দূরত্ব মাত্র, তবু দূর বহুদূর
আচ্ছা, ও দেশে তাপমাত্রা মাপো কিসে-
ফারেনহাইট না সেলসিয়াসে?
নাকি সে রাতের মতো শুধু অনুভবে!
আরিফুর রহমান |
কবি পরিচিতি: ১৯৮৩ সালের ৩১ মে বাংলাদেশের জামালপুরে জন্ম নেওয়া এই কবি লেখেন গত সহস্রাব্দের সূর্য ডুবি ডুবি কাল থেকে। বিচ্ছিন্নভাবে তাঁর কবিতা, গল্প, সায়েন্স ফিকশন প্রকাশিত হয়েছে বিভিন্ন সাপ্তাহিকে, ম্যাগাজিনে ও দৈনিকে।
তিনি পেয়েছেন দারুণ গ্রামীণ শৈশব; কৈশোরে দেখেছেন করালগ্রাসী যমুনা। তারপর যৌবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন সফলতার পথে। ২০১১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৪ সাল থেকে শিক্ষকতা করছেন জাতীয়করণকৃত ইসলামপুর কলেজ, জামালপুর-এ।
No comments:
Post a Comment