এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

অনুভব অর্ক


অনুগল্প


ফেসবুক

সাজানো বিয়ের আসর
উল্টোদিকে সেই মেয়েটি,কনের বেশে,
এ প্রান্তে আজ সেই ছেলেটি,
কয়েক বছর আগে বড়দিনুঅ সে ছিল আলাদা,
জাম্পার কিমবা জিন্স জ্যাকেট নয়। সচ্ছন্দ ছিল হাত গোটানো পাঞ্জাবীতে, ঠান্ডাও তেমন ছিলনা।
ভাল লেগেছিল সেই মেয়ের ছেলেটিকে। নিপাট হাসি টা যথেস্ট ছিল 'স্টোমাকে বাটারফ্লাই সাতারের।
পরদিন বক্সিং ডে, বাবার সাথে টিভিতে ইন্ডিয়ার টেস্ট দেখা আর ফেসবুকে চলতে থাকে খোঁজ, সেই কালো পাঞ্জবীর মানুষটার,
ফল মেলে এক বন্ধুর সৌজন্যে। শুরু হয় কথা, একে একে বন্ধুত্ব, ঘনিষ্টতা আর অতঃপর।
লাল কার্পেটের ওপর ফ্ল্যাশের ঝলকানি
আর দুজনের আজকের সন্ধ্যা।
রিমির বন্ধুরা হাসাহাসি করছিল। বলল," বাবানদা "ফেসবুককে নিমন্ত্রন করেননি?" বাবান বলল,"তোমরা সবাইতো তার প্রতিনিধি হয়েই এসেছো।



ফটোগ্রাফি

জলজীবন

The Twilight Saga

******
অনুভব অর্ক
নামঃ অনুভব দে। ডাকনামঃঅর্ক।
জন্ম ৬ ১১ ১৯৯৭। বেড়ে ওঠা ও বাসঃ জলপাইগুড়ি ইতিহাস সান্মানিক এর ছাত্র। মুল নেশা ফোটোগ্রাফি। অন্য নেশা লেখালিখি। জলপাইগুড়ি শ্যামলছায়া্র আড্ডা থেকে প্রকাশিত ই পত্রিকা 'জল্প' এর সম্পাদনার দায়িত্ব (অভিশ্রুতি রায়ের সাথে)। বর্তমানে জলপাইগুড়ি ফোটোগ্রাফিক আসোসিয়েশনের নির্বাহী সদস্য ও সহ মুখপাত্র। রেলপথ ও রেল ব্যাবস্থা চর্চায় আগ্রহী। ভারতীয় রেলপ্রেমী সঙ্ঘের সক্রীয় সদস্য। ছবি তোলার প্রিয় বিষয়ঃ প্রকৃতি,পাখী ও প্রজাপতি। লেখায় অণুগল্প।

No comments:

Post a Comment