এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

মহাদেবাশা


বিভাগ : কবিতা ( সাধারণ বিভাগ)



কবি বারীন ঘোষাল স্মরণে


চারিদিকে শুধুই কোকিলের শুষ্ক কঙ্কাল

কেউ একজন গেয়ে উঠল বারীন

এই পৃথিবীর শেষতম বিড়াল তার থাবায় বসিয়ে নিচ্ছে ঋণ
আর কেউ ঘুমাবে না
কন্ঠস্বরে ডেকে উঠবে শিশিরে ভেজা দুটো কচি আঙুল

তবু তোমার প্রতি ভেসে যায় নম্র বিকেলের ধ্বনি
কান পেতে শুনি
কোথাও কী লেগে আছে…
মুক্ত এই জলের কাছে বারবার ফিরে যায় সমুদ্র

তারিখে তারিখে বেঁধে যায় কোলাহল
হারপুন নয়নে ভেসে যায় সমস্ত খড়কুটো
দূরে একটা ধীমান দাঁড়িয়ে আছে
সিগারেটে ফু দিচ্ছে তুলো

কার গান গায়বে প্রণবের ঝংকার
ফিরিয়ে দাও বলে বসে পড়েছে টেবিল

এই তবে নিয়তির খরম
এই উপোসহীন রাতের জন্য আমরা প্রস্তুত

কেউ কী বাচ্চাটার নাম রাখবে
যতনে স্বপনে ফুঁফিয়ে যাচ্ছে সকাল

মহাদেবাশা
ঘুমাতে, খেতে খুব ভালোবাসি
আমি কখনো কবিতা লিখিনি



No comments:

Post a Comment