বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
অমর্ত্য
এলোকেশী রাতে খুঁজেছিলাম
নিজেকে পেলাম না
প্রেম অপ্রেমে নিরাকার
বিষাদ জড়ানো আশপাশ
ভাসিয়ে নিয়ে যায়
অবিন্যস্ত কচুরিপানা স্রোতে
কাঠখোট্টা হিসেব নামতায়
ভৈরোর ওষ্ঠপুট রোদেলা
ভিড় পথে পাশ
বিজাতীয় ব্যাখ্যা বাদ
সাপুড়ে বীণ ফনায়
উসকে দিক রাত
শিরদাঁড়া বেয়ে নামুক
নেক লেস বিপ্রকর্ষ
অশরীরী ছোঁয়াছুঁয়ি খেলা
কুঠার
অনেকগুলো প্রজন্ম পৃথিবীর হাতে
এখনও বৃক্ষ রোপন বাকি
বুড়ো সূর্যের তাপ বাড়ছে
ডাঙ্গায় বসে আর চাঁদ দেখোনা
বুশ লাদেন হিটলার পতঙ্গের নাম
হলে ইতিহাসে আমরা দাবানল
এখনও সময় আছে হাওয়া বদলাও
নীহারিকা নোভা গল্পে মশগুল হতে
বনবীথির ফুলফল কংক্রিট বন্দী
মুক্তির দাবি ভাঙাবে নবজাতকের ঘুম
আঙ্গুল তুলে বলবে বিজ্ঞানী
বিপর্যয়ের নক্সায় অসংখ্য কালিদাস ...
সোনালী মন্ডল আইচ কোল |
No comments:
Post a Comment