এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পার্বতী রায়


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



হরিয়ালি


অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভের মধ্যে একটা ফটোজেনিক রাত
জলবায়ু গুটিয়ে যায় অটোমেটিক
হরিয়ালি মাখে চাঁদ গুটি গুটি

আকাশের প্রহরী নেই
মেঘের  ভেলায় ভাসতে ভাসতে সকাল ঠেকছে তোমার কিনারায়
আসমানে লেগেছে ধোঁয়া অনন্তের উনুনে

আলো মাখা চোখ  হাসছে  তখন


পার্বতী রায়
জন্ম - 1979, বাঁকুড়া

লেখার বয়স নেই , আগেও লেখা আসতো লেখা হয়নি সেভাবে । গত দুই বছর পুরোপুরি কবিতায় ' ' কবিতা পাক্ষিক থেকে কবিতার Journey শুরু । এখান থেকেই 2016 কলকাতা বইমেলায় গ্রন্থমালা সিরিজে আমার প্রথম বই "সূচিপত্রের দেশে "প্রকাশিত ।






No comments:

Post a Comment