বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
অনিচ্ছার চাষ
শুকাচ্ছে চামড়া শীতের জ্বরে
ঠোঁটে ভ্রূণের গন্ধ।
শরীর চুষছে কাম রস।
যোনীর গন্ধে ক্লান্ত ঘর।
শুনছে বসে ঘরের দেওয়াল
বোবা কান্নার মৃদু স্বর।
চোখের পর্দায় অতীত চিত্র
ঘরের জানলায় বাষ্প জল।
তবু সিঁড়ি বেয়ে উপরে উঠা
সময় পেরিয়ে আসবে অনিচ্ছার ফসল।
No comments:
Post a Comment