এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

রাজ পাল


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)



"ঋতুব্রত"

বর্ষাত বিকেলেও অস্ত যাওয়া পশ্চিম আকাশে
কখনো কখনো উঁকি মারে বসন্তের ছবি।
মহৎ স্বপ্নেরা হারিয়ে যায়না কখনো
ঠিক সেকালে যেভাবে হাওয়া ছড়িয়েছিল
                                                   সরিষার আঁশটে  ফুল
  সেভাবে একালেও ছোট্ট ধানের বীজ.....

ছেঁড়া কালো মেঘেদের মতই আমাদের মন
নিশ্চিন্তে বজ্রপাত ঘটলে চমকে উঠিনা
কিন্তু নি:শব্দে আলোর তরঙ্গ
     চোখে এসে পড়তেই ঝাপসা লাগে।

এই যে ধরো, দূরে যেতে যেতে কিছুটা ঘন নিবিড়
কিংবা আরো নিবিড় হতে হতে অনেকটা দূর
    এর মধ্যেও কোন নেই,
বর্ষার ব্যাঙের ডাক কর্কশ আর বসন্তের কোকিল স্বর সুমুধুর
   এদেরও কোন তফাত নেই,
উৎপাদকের সব সুত্র ভুলে
একই আহ্লাদে তারা ডেকে উঠে
                         নিখোঁজ প্রাক্তন প্রেমিকার মত
কিছু পাওয়া কিংবা না পাওয়ার হিসাবে
ছাইরং সন্ধে কিংবা গোধূলির বিকেলে

কিন্তু সর্বদাই বোঝা হয়ে উঠে না
সবুজ মটরশুঁটির ঘ্রাণ নিতে নিতে
        কিভাবে কেটে পড়ে ছাদের ঘুড়ি  !




 "আলো-ছায়া"

পশ্চিম আকাশের কোনে
সেজে উঠে যে গোধূলি আলোক
সেগুলি সব তোমার রুপ-রং-কারুকার্যতা

কিছু লাল রং, কিছু আলো ছায়াই
বাতাসে ভেসে যায় যে সাদামেঘ
সেগুলি সব আমার উড়িয়ে দেওয়া
                           অসংযত বেমানানী প্রস্তাব

আসলে সেগুলি সবই
    আমার স্তব্দ প্রেম, নীরবতা.....




  "জলছবি"


ছায়ার নড়াচড়া থেকেই
চোখের কালোয় বিচ্যুত তোমার প্রতিসরণ ---
ব্যাস অমনি অমনি মনের মধ্যে
প্রেমের আলোক বিচ্ছুরণ, বর্ণালি রামধনু
  আরও কত কি!

তখন তোমার না-বলা কথাও
বুঁদবুঁদ তোলে আমার মনপুকুরে,
ভরদুপুরে হৃদয়ের দেওয়ালী আয়নায়
স্পষ্ট হয় জলচ্ছবি...



No comments:

Post a Comment