এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

পিয়ালী সাহা


বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)


এ কেমন আধুনিকতা!

হলাম মডার্ন ,এসে পড়েছি নতুনের আবহে।
প্রনাম ছেড়ে শিখলাম হাই,হ্যালো,মিস ইউ।
মন  তো সেই বিজয়ার হুজুকে।

ভুলতে হয়েছে একই থালায় মেখে খাওয়া মুড়ি,
রঙ্গীন সস পারেনি রাঙাতে বেরঙ্গীন মোমো ফিশ ফিঙ্গার। তবে কি পারিনি  এখনো ?

চিনলে না তো? চিনবে কি করে? এখন তো মুখ ঢেকেছি হাবিবস এর ট্রেন্ডি হেয়ার কাটে।
মন!! সে তবু সেই রঙ্গীন ফিতের তেল চপচপে কলাবিনুনির বিকেলে।

ভুলে গেছি। কত শত মানুষের মুখ,কত বলিরেখা।
মুছে ফেলেছি হাই হিলে মেঠো রাস্তার পদ রেখা।তবুও ঠান্ডা ঘরের ঠান্ডা বাতাস নিয়ে যায় আলপথে,
শান্তির ঠিকানায়।

ইংলিশ রিংটোন,স্প্যানিশ এলার্মে ভাঙে ঘুম সযত্নে, বালিশ আঁকড়ে তবু শুনি সেই  কার্তিকের টহল।
"রাই জাগো গো........"

হয়ে গেছি মডার্ন,ভুলে গেছি সব,ছেড়ে ফেলে গেঁয়ো তকমা,শান্তিতে আছি শহুরে বাতাসে  শুধু দমবন্ধ হয় ওই গেঁয়ো হাওয়া টা না  পেলে।
পিয়ালী সাহা
A lovely daughter's mom
Home Administrator
রামচন্দ্রপুর, গুসকরা
বর্তমানে নাগপুর নিবাসী
 মনকেমনে লেখালেখি

No comments:

Post a Comment