বিভাগ : কবিতা (সাধারণ বিভাগ)
ক্যাসল
সমতল বিছানায় মুখোমুখি।ঘোড়ার ক্ষুরে জমে থাকা ইউক্যালিপটাস চোখ সহজেই মিলিয়ে যায় ঘরের প্রকল্পে।সবুজ চশমা
ব্লাউজের হুকে সমস্ত রহস্য।
খুব গোপন না হলে চুম্বক বিদ্যায় সাবমেরিন ট্যাটু মাছের পেট ছিঁড়ে
সকাল খুঁড়ে নেয় বনলতার ঠোঁট।ঝাড়বাতি নেভার পড়েও রেডিয়াম চকোলেটে অশ্লেষার ধ্বনি।
সমতল বিছানায় মুখোমুখি।ঘোড়ার ক্ষুরে জমে থাকা ইউক্যালিপটাস চোখ সহজেই মিলিয়ে যায় ঘরের প্রকল্পে।সবুজ চশমা
ব্লাউজের হুকে সমস্ত রহস্য।
খুব গোপন না হলে চুম্বক বিদ্যায় সাবমেরিন ট্যাটু মাছের পেট ছিঁড়ে
সকাল খুঁড়ে নেয় বনলতার ঠোঁট।ঝাড়বাতি নেভার পড়েও রেডিয়াম চকোলেটে অশ্লেষার ধ্বনি।
ফারজানা মণি সম্পাদক -কারনেশন ম্যাগাজিন সম্পাদক -সিন্যাপস সাপ্তাহিক ব্লগজিন ময়মনসিংহ, বাংলাদেশ। |
No comments:
Post a Comment