কবিতা : সাধারণ বিভাগ
পুনর্জনম ও ভয়ার্ত রাত
ক্লাস সেভেন, দুই হাজার সাল,
আশ্বিন মাস, কয়েকদিন আগেই বন্যা হয়ে গেছে।
আজ পর্যন্ত ওটাই সর্ব ভয়ঙ্করী রূপ।
ঘরবাড়ি অপরিস্কার, জরাজীর্ণ চেহারা।
ফাঁকা উঠোন, সন্ধ্যাবেলা
আমি আর বোন মুখোমুখি,
মাঝখানে লণ্ঠন।
পড়ায় ব্যস্ত, ঠাকুমা পাশে শয্যাসনে।
বাবা-মা নিজেদের কাজে,
বোন ঘুমে আচ্ছন্ন,বইয়ের ওপর মাথা।
কিছুক্ষন পর আমারও ঢুলু ঢুলু চোখ,
ডান হাতে ভর করে কাত হয়ে শুয়ে গেলাম।
তন্দ্রাচ্ছন্ন ঘুম, ফড়িং এর উৎপাত তখনো,
বাম কানে কিছু প্রবেশের স্পর্শ পেলাম।
হাত দিয়ে ঝাঁকা দিতেই বেরোল এক বাতাচিতি!
শিউরে উঠল গা, সাথে ভয়ার্ত কান্না।
সংস্কার মেনেই বাবা সাপটাকে মেরে পুড়িয়ে দিল,
মা পুজোর জোগারে উদগ্রীব।
আদরের ছেলে পুনর্জনম পেয়েছে কিনা!
নাজানি কীসব হতে পারত!
সেদিন রাতে আর ঘুমাতে পারিনি,
চোখ বুজলেই মনে আসত ওই সাপ....
ক্লাস সেভেন, দুই হাজার সাল,
আশ্বিন মাস, কয়েকদিন আগেই বন্যা হয়ে গেছে।
আজ পর্যন্ত ওটাই সর্ব ভয়ঙ্করী রূপ।
ঘরবাড়ি অপরিস্কার, জরাজীর্ণ চেহারা।
ফাঁকা উঠোন, সন্ধ্যাবেলা
আমি আর বোন মুখোমুখি,
মাঝখানে লণ্ঠন।
পড়ায় ব্যস্ত, ঠাকুমা পাশে শয্যাসনে।
বাবা-মা নিজেদের কাজে,
বোন ঘুমে আচ্ছন্ন,বইয়ের ওপর মাথা।
কিছুক্ষন পর আমারও ঢুলু ঢুলু চোখ,
ডান হাতে ভর করে কাত হয়ে শুয়ে গেলাম।
তন্দ্রাচ্ছন্ন ঘুম, ফড়িং এর উৎপাত তখনো,
বাম কানে কিছু প্রবেশের স্পর্শ পেলাম।
হাত দিয়ে ঝাঁকা দিতেই বেরোল এক বাতাচিতি!
শিউরে উঠল গা, সাথে ভয়ার্ত কান্না।
সংস্কার মেনেই বাবা সাপটাকে মেরে পুড়িয়ে দিল,
মা পুজোর জোগারে উদগ্রীব।
আদরের ছেলে পুনর্জনম পেয়েছে কিনা!
নাজানি কীসব হতে পারত!
সেদিন রাতে আর ঘুমাতে পারিনি,
চোখ বুজলেই মনে আসত ওই সাপ....
চিঠি
আধুনিক সভ্যতায় তোমরা ভুলেই গেছ,
অথচ নিত্যদিন আমার ব্যবহারেই আনন্দ পেতে।
হাসি-কান্না-ব্যথার অক্ষর গুলোর পাহাড়
আমার কাঁধে ভর করে উড়ে যেত দিক-দিগন্তে।
সপ্তাহান্তে ফিরে আসতাম আবার অন্যরূপে,
তোমাদেরই কোলে, সুখাশ্রয়ে।
আমার উপর কালির দাগ! গুনে গুনে বলতে,
কতদিন কতভাবে স্বজন-পরিজনের ছবি এঁকে রাখতাম।
অথচ আজ কোন অপরাধে!
মুক্তি দিলে কে জানে?
কেন? আর ভাল লাগেনা!
ধর্ষিতা নারীর মতোই আস্তাকুঁড়ে
জায়গা দিলে নির্বিচারে।
এ-অপমান এখন লুকায় কোথায়?
-----------------
সুনন্দ মন্ডল কাঠিয়া,মুরারই বীরভূম ৭৩১২১৯ মুঠোফোন:৯৬৪৭৫৫৯৫২৪ (বর্তমানে বেসরকারি স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত, পাশাপাশি কবিতা ও গল্প লেখার প্রয়াস) ****** |
No comments:
Post a Comment