কবিতা : সাধারণ বিভাগ
অনুভব
প্রথিতযশা শব্দের কোঠাবাড়ি ছেড়ে
বেড়ে আছি।
আটপৌরে শব্দের উঠোনে
দানা খুঁটে খাই
যত পাই।
এতকাল ছিল বসবাস
মহার্ঘভাতারর প্রাপ্তিযোগে।
আশ্চর্য অসুখ হলে
ভাল্লাগেনা সুগন্ধি বিরিয়ানি।
মন চায় কিনে আনি
জম্পেশ ঝালমুড়ি।
ঘুড়ি
উড়ে আবার মাটির কাছাকাছি।
অনেক বাছবিচার সেরে
আঁতুড়ঘরে ফিরে আসা।
ও আমার বাংলা ভাষা।
প্রথিতযশা শব্দের কোঠাবাড়ি ছেড়ে
বেড়ে আছি।
আটপৌরে শব্দের উঠোনে
দানা খুঁটে খাই
যত পাই।
এতকাল ছিল বসবাস
মহার্ঘভাতারর প্রাপ্তিযোগে।
আশ্চর্য অসুখ হলে
ভাল্লাগেনা সুগন্ধি বিরিয়ানি।
মন চায় কিনে আনি
জম্পেশ ঝালমুড়ি।
ঘুড়ি
উড়ে আবার মাটির কাছাকাছি।
অনেক বাছবিচার সেরে
আঁতুড়ঘরে ফিরে আসা।
ও আমার বাংলা ভাষা।
No comments:
Post a Comment