এখন তরঙ্গ তে লেখা পাঠান প্রতিমাসের ৫ থেকে ২০ তারিখ অবধি

দেবাশিস রায়চৌধুরী


কবিতা : সাধারণ বিভাগ



অনুভব

প্রথিতযশা শব্দের কোঠাবাড়ি ছেড়ে
                  বেড়ে আছি।

আটপৌরে শব্দের উঠোনে
দানা খুঁটে খাই
যত পাই।
             এতকাল ছিল বসবাস
মহার্ঘভাতারর প্রাপ্তিযোগে।

আশ্চর্য অসুখ হলে
ভাল্লাগেনা সুগন্ধি বিরিয়ানি।  
               মন চায় কিনে আনি
জম্পেশ ঝালমুড়ি।


ঘুড়ি
উড়ে আবার মাটির কাছাকাছি।
অনেক বাছবিচার সেরে
আঁতুড়ঘরে ফিরে আসা।

ও আমার বাংলা ভাষা।

দেবাশিস রায়চৌধুরী

কবিতার সংসারে নিজেকে অনাহুত মনে হয়।অনিকেত গদ্যযাপন ভবিতব্য।পথ চলতে চলতে মাঝেমধ্যে কবিতার ছায়ায় জিরিয়ে নেওয়া।অপার রহস্যময় কবিতার ঘরবাড়ি হাতছানি দিয়ে কাছে ডাকে।তাদের আঙিনায় পা রাখলে ভিতরে কেউ ফিসফিস করে,"যোগ্য হও,যোগ্য হও।
যোগ্য হয়ে ওঠো"।থমকে যাই।আমার আর বসত করা হয় না।

*******



No comments:

Post a Comment